বিখ্যাত ট্রান্সজেন্ডার মডেলের সঙ্গে চুটিয়ে প্রেম করছেন এমবাপে

অনেক দিন ধরেই আলোচনার শীর্ষে বিশ্বের অন্যতম জনপ্রিয় ফরাসি তারকা ফুটবলার কিলিয়ান এমবাপে। পারফর্ম্যান্স দিয়ে তো বটেই, বিভিন্ন সময় মন্তব্য করে, মাঠের বাইরের কর্মকাণ্ড দিয়েও বেশ কয়েক বারই আলোচনার জন্ম দিয়েছেন তিনি। এবারও তিনি আলোচনায়, তবে এবার কারণটা সম্পূর্ণ ফুটবলের বাইরে। ইউরোপীয় সংবাদ মাধ্যমের খবর, সম্প্রতি প্রেমে পড়েছেন তিনি । যাকে সঙ্গে নিয়ে এখন বসন্তের সুবাতাস বইছে তার জীবনে, তিনিও নেহায়েত অখ্যাত কেউ নন। বিশ্বের প্রথম ট্রান্সজেন্ডার মডেল হিসেবে প্লেবয় ম্যাগাজিনের কভারে আসা তারকা ইনেস রাউ এখন তার প্রেমিকা।
একাধিক ব্রিটিশ গণমাধ্যম জানিয়েছে, রাউয়ের সঙ্গে কান চলচ্চিত্র উৎসবে দেখা গেছে এমবাপেকে। এরপর একটি বিলাসবহুল প্রমোদতরীতে অন্তরঙ্গ মুহূর্ত কাটাতে দেখা গেছে দুজনকে। সেখানে দেখা যায় এমবাপে কোলে তুলে নিয়েছেন ইনেস রাউকে। এর আগে কিলিয়ান এমবাপে ২০১৮ বিশ্বকাপের আগেই চলে এসেছিলেন ইউরোপীয় ফুটবলের আলোচনায়। ২০১৭ সালে মোনাকো থেকে ১৮০ মিলিয়ন ইউরো খরচায় তাকে যে দলে ভিড়িয়েছিল পিএসজি! এরপর বিশ্বকাপ ফাইনালে গোল করা, বিশ্বকাপ জেতার পর থেকে আর পেছন ফিরে তাকাতে হয়নি ফরাসি এই তারকাকে। তার প্রেমিকা ইনেস অবশ্য আলোচনায় এর আগে থেকেই আলোচনার কেন্দ্রে। ২০১৪ আর ২০১৭ সালে প্লেবয় ম্যাগাজিনের কভারে ছাপা হয় তার ছবি। এরই ফলে ইতিহাস গড়ে ফেলেন তিনি। ম্যাগাজিনটির ইতিহাসে তার আগে যে আর কোনো ট্রান্সজেন্ডার মডেলের ছবি ছাপা হয়নি কভারে!
তবে এর জন্য অবশ্য তাকে অনেক কথাই শুনতে হয়েছে। তবে এসময় প্লেবয় ম্যাগাজিনের মালিক হিউ হেফনারের ছেলে কুপার হেফনার তার পাশে এসে দাঁড়ান। বলেন, ‘আরও বেশি উন্মুক্ত পৃথিবীর জন্য আমাদের সম্মিলিতভাবে লড়াই করে যেতে হবে। এমন পৃথিবীকে সমর্থন দেওয়া যাবে না, যেখানে ভিন্নমত মেনে নেওয়া হয় না।’ এছাড়া নিজের পরিচয় নিয়েও কম সমস্যা পোহাতে হয়নি তাকে। তিনি তখন এক সাক্ষাৎকারে বলেন, ‘আমি ট্রান্সজেন্ডার, এ কথা না বলে অনেক দিন থাকতে হয়েছে আমাকে। অনেকের সঙ্গেই প্রেম করেছি, সংখ্যাটা কত আমার মনেও নেই। তবে আমি ভয় পেতাম, আমি বুঝি কখনো প্রেমিক খুঁজে পাব না, আমাকে বুঝি উদ্ভট কিছু হিসেবে দেখা হবে! তারপর আমার মনে হলো, আমাকে আমার মতোই থাকতে হবে। নিজের ব্যাপারে সত্যটা বলতে পারাটা একটা মুক্তি, সেটা লিঙ্গ, যৌনতা ইত্যাদি যা-ই হোক না কেন।’ তবে সেই ইনেস রাউয়ের সঙ্গেই এখন প্রেমে মজেছেন এবার জনপ্রিয় তারকা এমবাপে।
রেজানুল/সা.এ
বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬৭৮৬৭৭১৯১
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬৭৮৬৭৭১৯০
মার্কেটিং ও সেলসঃ ০৯৬১১১২০৬১২
ইমেইলঃ [email protected]

পাঠকের মন্তব্য: