প্রচ্ছদ / জেলার খবর / বিস্তারিত

স্বপ্নীল দাস

পটুয়াখালী প্রতিনিধি

পটুয়াখালীতে বিপুল পরিমাণ ইয়াবাসহ আটক ১

   
প্রকাশিত: ২:২৮ অপরাহ্ণ, ৩ সেপ্টেম্বর ২০২২

পটুয়াখালীর পায়রা সেতু টোলপ্লাজা পুলিশ চেকপোস্টে ৩৭৫৫ পিছ ইয়াবাসহ একজন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। শুক্রবার (২ সেপ্টেম্বর) রাত আনুমানিক ৮ টার দিকে দুমকি থানা পুলিশের একটি টহল দল চেকপোস্ট পরিচালনা কালিন সময় এই মাদক ব্যবসায়ীকে আটক করে।

আটককৃত মাদক ব্যবসায়ী মো. রুবেল সরদার (২৮) পটুয়াখালীর বাউফল উপজেলা সদরের মুসলিম পাড়া এলাকার মো. রশিদ সরদারের ছেলে।

পুলিশ সূত্র জানায়, পটুয়াখালীর পুলিশ সুপার মো. সাইদুল ইসলামের নির্দেশনায় দুমকি থানা পুলিশের একটি দল পায়রা সেতু টোলপ্লাজায় চেক পোস্ট পরিচালনা করেন। এসময় সন্দেহজনক ব্যক্তিদের তল্লাশি করা হয়। তল্লাশিকালে রুবেল সরদারের জিম্মা থেকে তিন হাজার সাতশত পঞ্চান্ন পিছ ইয়াবা উদ্ধার করা হয়েছে।

মাদক উদ্ধার ও আটকের বিষয়টি নিশ্চিত করে সহকারী পুলিশ সুপার (বাউফল-দুমকি সার্কেল) মো. শাহেদ আহম্মেদ চৌধুরী পর্যবেক্ষণকে বলেন, তার বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু করা হয়েছে।

শাকিল/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: