কামরুল হাসান অভি

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

রাবিতে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে নবজাগরণের টিশার্ট ও খাবার বিতরণ

   
প্রকাশিত: ৬:৫৭ অপরাহ্ণ, ৩ সেপ্টেম্বর ২০২২

‘শিশুদের স্বপ্নই গড়ে আগামীর ভবিষ্যৎ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে ‘একদিন স্বপ্নের দিন’ অনুষ্ঠানের আয়োজন করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) স্বেচ্ছাসেবী সংগঠন নবজাগরণ ফাউন্ডেশন। এসময় তাদের মাঝে টিশার্ট ও খাবার বিতরণ করা হয়। শনিবার (৩ সেপ্টেম্বর) দিনব্যাপী এই অনুষ্ঠানের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. গোলাম সাব্বির সাত্তার।

উদ্বোধনী বক্তব্যে নবজাগরণ ফাউন্ডেশনের এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়ে উপাচার্য বলেন, নবজাগরণ ফাউন্ডেশন সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা প্রদান ছাড়াও শিশুদের সুপ্ত প্রতিভা ও মানসিক বিকাশে এবং সংস্কৃতিমনা কর্মকান্ডে আগ্রহী করে তুলছে যা সত্যিই প্রশংসনীয়। শিশুদের আনন্দ ও এমন আয়োজন দেখে ভালো লাগছে। লেখাপড়ার পাশাপাশি এসব সাংস্কৃতিক কর্মকাণ্ড শিশুদের মানসিক বিকাশে খুবই প্রয়োজন। এগিয়ে যাক নবজাগরণ ফাউন্ডেশন।

এসময় আরো উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সুলতান-উল-ইসলাম, জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক ড. প্রদীপ কুমার পান্ডে, প্রক্টর অধ্যাপক ড. আসাবুল হক, কোষাধ্যক্ষ অধ্যাপক মো. অবাইদুর রহমান প্রামাণিক, নবজাগরণ ফাউন্ডেশন এর উপদেষ্টা পরিসংখ্যান বিভাগের অধ্যাপক ড. মনিমুল হক, হিসাববিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. রুকসানা বেগম, আইন বিভাগের অধ্যাপক সাদিকুল ইসলাম, ইলেকট্রিকাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মো. জুলকার নায়েন এবং রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো: সুলতান মাহমুদ।

এদিকে অনুষ্ঠান শেষে শিশুদেরকে নিয়ে নগরীর জিয়া পার্কে নিয়ে যাওয়া হয়। জিয়া পার্কের মনোরম পরিবেশে শিশুরা বিভিন্ন খেলাধুলায় মেতে উঠে। সংগঠনের সদস্যদের সাথে হৈ-হুল্লোরে তাদের সাড়া পাওয়া যায় পার্কের প্রায় প্রতিটি প্রাঙ্গনে। দুপুরের আগে পার্ক থেকে শিশুদেরকে নিয়ে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে নিয়ে দুপুরের খাবারের ব্যবস্থা করে সংগঠনটি।

এরপর বিকাল ৩টায় শহীদ সুখরঞ্জন সমাদ্দার শিক্ষক ছাত্র সাংস্কৃতিক কেন্দ্রে (টিএসসিসি) আয়োজন করে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। সাংস্কৃতিক এ জমকালো আয়োজনের প্রধান আকর্ষণ ছিলো ছোট্ট শিশুদের সাংস্কৃতিক পরিবেশনা। তাদের স্বতস্ফূর্ত অংশগ্রহণ ছিলো চমৎকার উপভোগ্য। এছাড়াও নবজাগরণ ফাউন্ডেশনের সদস্যদের ও উক্ত আয়োজনে অংশ নিতে দেখা যায়।

উক্ত সাংস্কৃতিক অনুষ্ঠানে রাজশাহী বিশ্ববিদ্যালয়কে ফিচার করে নবজাগরণ ফাউন্ডেশন কর্তৃক প্রকাশিত বিশেষ সাময়িকী ‘বাঙালি’র মোড়ক উন্মোচন করা হয়। পরবর্তীতে ৫৫ সদস্য বিশিষ্ট নবজাগরণ ফাউন্ডেশনের নতুন কার্যকরী কমিটি ঘোষণা এবং পুরনো কমিটির বিদায়ী সংবর্ধনা দেওয়ার মাধ্যমে অনুষ্ঠানটির সমাপ্তি ঘটে।

সালাউদ্দিন/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: