প্রচ্ছদ / স্পোর্টস / বিস্তারিত

আফগানিস্তানের বিপক্ষে টস জিতে ফিল্ডিংয়ে শ্রীলঙ্কা

   
প্রকাশিত: ৮:০৩ অপরাহ্ণ, ৩ সেপ্টেম্বর ২০২২

ছবি: সংগৃহীত

এশিয়া কাপের সুপার ফোরের প্রথম ম্যাচে মুখোমুখি আফগানিস্তান ও শ্রীলঙ্কা। শনিবার (৩ সেপ্টেম্বর) শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন শ্রীলঙ্কান অধিনায়ক দাসুন শানাকা। গ্রুপ পর্বে প্রথম ম্যাচে শ্রীলঙ্কা ও দ্বিতীয় ম্যাচে বাংলাদেশকে হারিয়ে প্রথম দল হিসেবে সুপার ফোর নিশ্চিত করে আফগানিস্তান। অপরদিকে প্রথম ম্যাচ হারলেও নিজেদের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশকে হারিয়ে সুপার ফোর নিশ্চিত করে শ্রীলঙ্কা।

আসরের প্রথম ম্যাচেও এই দুই দলের দেখা হয়েছিল, তখন টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল আফগানিস্তান। এই যাত্রায় টস জিতে আফগানদের সেই সিদ্ধান্তের অনুকরণ করল শ্রীলঙ্কা।

আফগানদের কাছে দুঃস্বপ্নের হারে এশিয়া কাপে সম্ভাব্য সবচেয়ে বাজে শুরুটাই পেয়েছিল শ্রীলঙ্কা। দ্বীপরাষ্ট্রটিকে নাকানি-চুবানি খাইয়ে আসরের প্রথম ম্যাচে ৮ উইকেটে হারিয়েছিলেন মোহাম্মদ নবিরা। টস হেরে আগে ব্যাটিং করা শ্রীলঙ্কার ১০৬ রানের মামুলি লক্ষ্য আফগানরা পেরিয়ে গিয়েছিল ৫৯ বল হাতে রেখে।

ইমদাদ/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: