জাবিতে ধ্বনির রজতজয়ন্তী আবৃত্তি উৎসব

মোঃ আবু দারদা লিমন, জাবি প্রতিনিধি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) একমাত্র আবৃত্তি বিষয়ক সংগঠন ধ্বনি তাদের ২৫ বছর পূর্তি উপলক্ষে রজতজয়ন্তী আবৃত্তি উৎসব-২০২২ এর আয়োজন করেছে। ‘প্রশ্ন তুলুক মুক্ত ধ্বনি, ঘুচুক আঁধার কালের ফণী’ স্লোগানকে ধারণ করে বিশ্ববিদ্যালয়ের সেলিম আল দীন মুক্তমঞ্চে ৩ সেপ্টেম্বর থেকে ৯ সেপ্টেম্বর প্রতিদিন সন্ধ্যা ৭.০০ টায় এই আবৃত্তি উৎসব অনুষ্ঠিত হবে।
শনিবার (৩ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১২ টায় এক বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে রজতজয়ন্তী উৎসবের উদ্বোধন করা হয়। শোভাযাত্রা শেষে ধ্বনি’র সভাপতি সামি আল জাহিদ প্রীতম বলেন,‘ ধ্বনির রজতজয়ন্তী উৎসব গত বছর আয়োজন করার চিন্তা ছিল আমাদের, গত অক্টোবরের ১২ তারিখ ধ্বনির ২৫ বছর পূর্তি হয়ে গেছে এবার ২৬ পূর্ণ হবে। তখন অনেকটা সংকটের মধ্যে দিয়ে গিয়েছি আমরা সবাই। তাই পরবর্তীতে আমরা চিন্তা করেছি যে আমরা সময় নিই, সময় নিয়ে একটা রজতজয়ন্তী উৎসবের আয়োজন করি, তার পরিপ্রেক্ষিতেই এই উৎসব।’
তিনি আরো বলেন, ‘ধ্বনি সবসময়ই সত্য ন্যায়ের পক্ষে কথা বলে এবারও এই থিমটা রেখেছি আমরা। সাম্প্রতিক সময়ের সংকটগুলো যাতে আমরা কাটিয়ে উঠতে পারি এবং সংকটগুলো নিয়ে প্রশ্ন তোলার স্পর্ধাটা যাতে আমাদের থাকে তার প্রতিফলন প্রযোজনা গুলোতে থাকবে। দীর্ঘ ২৫ বছরের এক ঐতিহ্য ধ্বনি লালন করে আসছে, এখনও আমরা সেই ঐতিহ্যকে ধারণ করে আছি। আশা করি আমাদের পরবর্তী প্রজন্মও এই ঐতিহ্য ধরে রাখবে।’
উৎসবের পরবর্তী কর্মসূচির মধ্যে রয়েছে আগামীকাল রবিবার (৪ সেপ্টেম্বর) সামি আল জাহিদ প্রীতমের গ্রন্থনা ও নির্দেশনায় ধ্বনি প্রযোজনা: “প্রশ্ন রাখি কোথা ?”
একক আবৃত্তি করবেন আহকাম উল্লাহ, শিমুল সালাহ্উদ্দিন, তামান্না তিথি। এছাড়া গুণীজন সম্মাননা দেয়া হবে বাংলাদেশের প্রখ্যাত ঔপন্যাসিক সেলিনা হোসেনকে।
সোমবার (৫ সেপ্টেম্বর) থাকছে মোস্তফা কামালের গ্রন্থনা ও নির্দেশনায় আবৃত্তি সংগঠন ‘কণ্ঠশীলন’ এর আবৃত্তি প্রযোজনা: “হৃদয়ে রবীন্দ্রনাথ”।
একক আবৃত্তি করবেন, প্রদ্যোত রায় ও অনন্যা লাবনী পুতুল। এছাড়াও পূর্বে আয়োজিত কর্মশালার সনদ প্রদান করা হবে।
মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) থাকছে তাসমিয়াহ আফরিন এর গ্রন্থনা ও নির্দেশনায় বুয়েটের আবৃত্তি সংগঠন কণ্ঠার আবৃত্তি প্রযোজনা: “গল্পের জাদুকর” এবং ইংরেজি বিভাগ, স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ের আবৃত্তি প্রযোজনা: “আমা ভাচ্, আমা সরান।” যার গ্রন্থনা ও নির্দেশনায় রয়েছেন জাকিয়া নূর মিতু।
একক আবৃত্তি করবেন মজুমদার বিপ্লব, সৈয়দ ফয়সল আহমদ। এছাড়াও থাকবে জাহাঙ্গীরনগর থিয়েটারের পরিবেশনা ‘কবিতা ও গানের আসর’ ও নবীনবরণ। বুধবার (৭ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হবে হিমেল বরকত আন্তঃবিশ্ববিদ্যালয় আবৃত্তি প্রতিযোগিতা।
একক আবৃত্তি করবেন রেজীনা ওয়ালী লীনা, রাশেদ হাসান ও বিপ্লব সাহা। এছাড়াও থাকবে অভিজ্ঞতা সনদ প্রদান ও পুরস্কার বিতরণ। শুক্রবার (৯ সেপ্টেম্বর) ধ্বনি পুনর্মিলনীর মধ্য দিয়ে শেষ হবে রজতজয়ন্তী উৎসব ২০২২।
সালাউদ্দিন/সাএ
বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬৭৮৬৭৭১৯১
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬৭৮৬৭৭১৯০
মার্কেটিং ও সেলসঃ ০৯৬১১১২০৬১২
ইমেইলঃ [email protected]

পাঠকের মন্তব্য: