প্রচ্ছদ / জেলার খবর / বিস্তারিত

সোহেল রানা

সিরাজগঞ্জ প্রতিনিধি

হুইল চেয়ার পেয়ে ফাতেমা খালার চোখে-মুখে আনন্দের হাসি

   
প্রকাশিত: ৯:৪৯ অপরাহ্ণ, ৩ সেপ্টেম্বর ২০২২

ফেসবুক বন্ধুদের অর্থায়নে ‘প্রিয় সলঙ্গার গল্প’ গ্রুপের উদ্যোগে আজ সলঙ্গা থানার ধুবিল ইউনিয়নের বেতুয়া গ্রামের আকবার আলীর স্ত্রী ফাতেমা খালাকে একটি হুইল চেয়ার কিনে দেওয়া হয়। দীর্ঘ কয়েক বছর হলো তার দুই পায়ের রগ ছোট ও চিকন হয়ে যাওয়ায় পায়ের উপর ভর করে চলাচল করতে পারে না। কিন্তু অভাবের সংসারে তার পক্ষে একটি হুইল চেয়ার কেনা সম্ভব হয় না। ফলে তার জীবনে নেমে আসে দূর্বিসহ যন্ত্রণা।

এবস্থায় তার সহযোগিতায় এগিয়ে আসে ‘প্রিয় সলঙ্গার গল্প’ অনলাইন ফেসবুক গ্রুপের সম্মানিত সদস্য বন্ধুরা। একজন প্রবাসী ও দেশী ফেসবুক বন্ধুদের অর্থ সংগ্রহ করে আজ শনিবার (৩ সেপ্টেম্বর) দুপুরে ফাতেমা খালাকে তার বাড়িতে একটি হুইল চেয়ার ও কিছু নগদ অর্থ প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন অত্র গ্রুপের উপদেষ্টা ও বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব মোঃ দেলোয়ার হোসেন আকন্দ, উপদেষ্টা এস.এম.ফারুক হায়দার, উপদেষ্টা মোঃ মোখলেছুর রহমান, চিফ এডমিন মোঃ শাহ আলম, এডমিন মোঃ শাহিদুল ইসলাম ও মোঃ জাহাঙ্গীর আলম। ফাতেমা খালা হুইল চেয়ার ও নগদ টাকা পেয়ে খুশিতে আবেগ আপ্লুত হয়ে কেঁদে ফেলেন।

সালাউদ্দিন/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: