কামারখন্দে অটোভানের চাপায় সাত বছরের শিশুর মৃত্যু

প্রকাশিত: ০৩ সেপ্টেম্বর ২০২২, ১০:২৬ পিএম

সিরাজগঞ্জের কামারখন্দে ব্যাটারি চালিত অটোভানের চাপায় রোকসানা (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (৩ সেপ্টেম্বর) সকাল ১০ টার দিকে জামতৈল-ঝাঐল ওভার ব্রিজ আঞ্চলিক সড়কের উপজেলার চর কামারখন্দ গ্রামে এ ঘটনা ঘটে। রোকসানা ওই গ্রামের রফিকুল ইসলাম তুফানের মেয়ে ও চর কামারখন্দ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী।

নিহত রোকসানার বাবা রফিকুল ইসলাম তুফান জানান, সকালে পাশের বাড়ীর বন্ধুদের সঙ্গে খেলা শেষে সড়ক পার হয়ে আসার সময় বেপরোয়া গতির একটি ব্যাটারি চালিত অটোভ্যান তাকে চাপা দেয়। এতে সে গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে রেফার্ড করেন চিকিৎসক। সিরাজগঞ্জে নেওয়ার পথেই মারা যায় রোকসানা। তিনি আরও জানান, আমার মেয়েকে চাপা দেওয়ার পর অটোভ্যান ভ্যান চালক মেয়েকে হাসপাতালে নিয়ে যায়। আমরা সবাই মেয়েকে নিয়ে ব্যস্ত থাকায় মেয়ের অবস্থা খারাপ দেখে সটকে পড়ে ভ্যান চালক।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. শিবলি জানান, ভ্যানের চাপায় শিশু রোকসানা বুকে প্রচন্ড আঘাত পেয়েছে। হাসপাতালে নিয়ে আসার পর ক্রমশ তার অবস্থার অবনতি হওয়ায় তাকে সিরাজগঞ্জের ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে রেফার্ড করা হয়। কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুল্লাহ জানান, ব্যাটারি চালিত অটোভানের চাপায় এক শিশু মারা গেছে শুনেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনার বিস্তারিত পরে জানা যাবে।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: