প্রচ্ছদ / জেলার খবর / বিস্তারিত

জাহাঙ্গীর আলম ভুঁইয়া

সুনামগঞ্জ প্রতিনিধি

সুনামগঞ্জ ভেন্ডার সমিতির নির্বাচন সম্পন্ন

   
প্রকাশিত: ১০:২৬ অপরাহ্ণ, ৩ সেপ্টেম্বর ২০২২

ছবি - প্রতিনিধি

বাংলাদেশ স্ট্যাম্প ভেন্ডার সমিতি সুনামগঞ্জ জেলা শাখার নির্বাচন-২০২২-২৩ ব্যাপক উৎসব মুখর পরিবেশের মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে। শনিবার সকাল ১০ টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ করা হয়। সুনামগঞ্জ আদালত চত্বরে সমিতির অস্থায়ী কার্যালয়ে নির্বাচনটি অনুষ্ঠিত হয়।

সমিতির সদস্যদের প্রত্যক্ষ ভোটে সভাপতি নির্বাচিত হয়েছেন নিখিল চন্দ, সাধারণ সম্পাদক আব্দুল আলিম, অর্থ সম্পাদক পদে আহসান হাবিব (ফাহিম) নির্বাচিত হয়েছেন। মোট ৩ টি পদে প্রতিদ্বন্দিতা করা হয়েছে। পদগুলো হলো সভাপতি, সাধারণ সম্পাদক ও অর্থ সম্পাদক। সভাপতি পদে প্রতিদ্বন্দিতা করেন শরীফ উদ্দিন, সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দিতা করেন মাসুক মিয়া, অর্থ সম্পাদক পদে প্রতিদ্বন্দিতা করেন জাহাঙ্গীর আলম।

নবগঠিত কার্যনির্বাহী কমিটির অন্যান্য সদস্যদের মধ্যে সহ-সভাপতি সালেহ আহমদ, লাল মিয়া, আকিকুর রহমান,ভজন পাল। সহসাধারণ সম্পাদক মাসুক মিয়া,ননী গোপাল। সাংগঠনিক সম্পাদক ফজলুল আলম,আব্দুল লতিফ, সুখময় কুমার চন্দ্র। সহঅর্থ সম্পাদক জাহাঙ্গীর আলম। প্রচার সম্পাদক রমজান আলী। সহপ্রচার সম্পাদক সুবেল মিয়া। সদস্য আব্দুল কাইয়ূম হিরা, মো. শেফুল মিয়া, দিলোয়ার হোসেন,বিদ্যুৎ রায়,জাহাঙ্গীর আলম(২) ও আলাউদ্দিন মোর্শেদ প্রমুখ। নির্বাচন কমিশনার হিসাবে দায়িত্ব পালন করেন অলিউদ্দিন, সালেহ আহমদ ও লিলু মিয়া।

আশরাফুল/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: