বিরোধীরা ক্ষমতায় ছিলেন, পদ্মা সেতু দিতে পারেননি: ব্যারিস্টার সুমন

ছবি - সংগৃহীত
সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন বলেছেন, বিরোধীরা দীর্ঘদিন ক্ষমতায় ছিলেন, কিন্তু পদ্মা সেতু উপহার দিতে পারেননি। প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানায় এত সুন্দর সেতু উপহার দেওয়ার জন্য। শনিবার (৩ সেপ্টেম্বর) সকালে প্রীতি ফুটবল ম্যাচ খেলায় অংশ নিতে ফরিদপুরের ভাঙায় যান সুমন। যাওয়ার পথে পদ্মা সেতু অতিক্রম করার সময় ফেসবুক লাইভে এসে এসব কথা বলেন তিনি।
সুমন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্ব ব্যাংকের সাথে টেক্কা দিয়ে পদ্মা সেতু নির্মাণ করেছেন, তাকে ধন্যবাদ জানায়। পদ্মা সেতুর প্রকল্প নিয়ে বিশ্বব্যাংক যখন দেশীয় ষড়যন্ত্রের কারণে মুখ ফিরিয়ে নিয়েছিল ঠিক তখনই বঙ্গবন্ধু কন্যা নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণের সিদ্ধান্ত নেয়। সফল প্রধানমন্ত্রী শেখ হাসিনা মতো একজন প্রজ্ঞা রাজনীনিবিদের কারণেই এত বড় একটি প্রকল্প করার কঠিন সিদ্ধান্ত নেওয়া সম্ভব হয়েছিল।
তিনি বলেন, যারা সেতু নির্মাণে বিরোধিতা করেছেন, তারা কিন্তু অনেকদিন ক্ষমতায় ছিলেন, কিন্তু পদ্মা সেতু উপহার দিতে পারেননি। ইচ্ছে ছিলো সেতুতে নেমে লাইভ দিব কিন্তু নিষেধ থাকার কারণে সেটি আর করা হয়নি। এই আইনজীবী বলেন, পদ্মা সেতু উপহার দেওয়ার জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানায়।
প্রসঙ্গত, জনস্বার্থে কাজ করার জন্য ব্যারিস্টার সুমন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটার পদ থেকে নিজেকে সরিয়ে নেন। এখন সমাজের বিভিন্ন অসঙ্গতি নিয়ে কাজ করছেন।
আশরাফুল/সাএ
বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬৭৮৬৭৭১৯১
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬৭৮৬৭৭১৯০
মার্কেটিং ও সেলসঃ ০৯৬১১১২০৬১২
ইমেইলঃ [email protected]

পাঠকের মন্তব্য: