সোনারগাঁয়ে ৫০ শয্যাবিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্সের নতুন ভবন উদ্বোধন

প্রকাশিত: ০৪ সেপ্টেম্বর ২০২২, ০৯:৩৫ পিএম

মাজহারুল ইসলাম, সোনারগাঁ থেকে: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ৫০ শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমেপ্লেক্সের নতুন ভবনের উদ্বোধন করেছেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও ঢাকা বিভাগীয় অতিরিক্ত মহাসচিব ও নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ) আসনের সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সাবরিনা হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সোনারগাঁ আওয়ামীলীগের নবগঠিত কমিটির সভাপতি এডভোকেট সামসুল ইসলাম ভূইয়া, সহসভাপতি ও পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম।

এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ঢাকা স্বাস্থ্য বিভাগীয় পরিচালক ডাঃ ফরিদ হোসেন মিয়া, উপজেলা হেলথ কেয়ার (ইউএইচসি) লাইন ডাইরেক্টর ডাঃ রিজওয়ানুর রহমান, নারায়ণগঞ্জ সিভিল সার্জন ডা: আবুল ফজল মোহাম্মদ মশিউর রহমান, উপজেলা নির্বাহী অফিসার তৌহিদ এলাহি, সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ ইব্রাহিম, সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ হাফিজুর রহমান পিপিএম, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা আক্তার ফেন্সি ও উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আবু নাঈম ইকবাল প্রমুখ।

নবনির্মিত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নির্মাণ কাজে নিয়োজিত স্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তরের সহকারী প্রকৌশলী জাকিয়া সুলতানা জানান, ভবন নির্মাণ কাজে ব্যয় হয়েছে ১ কোটি ৮৮ লাখ টাকা।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: