জয়পুরহাটে জেলা পরিষদে নৌকার মাঝি খাজা সামছুল আলম

প্রকাশিত: ১০ সেপ্টেম্বর ২০২২, ১০:৫৯ পিএম

জেলা পরিষদ নির্বাচনে নৌকার মাঝি হলেন জয়পুরহাট জেলা আওয়ামীলীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য প্রবীণ নেতা অধ্যক্ষ খাজা সামছুল আলম। জেলা আওয়ামীলীগের দফতর সম্পাদক মিজানুর রহমান টিটো এ তথ্য নিশ্চিত করেন।

জেলা পরিষদ নির্বাচনের তফসিল ঘোষনার পর থেকে জয়পুরহাট জেলার সম্ভাব্য প্রার্থী হিসাবে আওয়ামীলীগের আট জন নেতার নাম শোনা যায়। জয়পুরহাটে জেলা পরিষদের চেয়ারম্যান পদে যাদের নাম শোনা যায় তাদের মধ্যে অন্যতম ছিলেন জেলা আওয়ামীলীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য প্রবীণ আওয়ামীলীগ নেতা অধ্যক্ষ খাজা সামছুল আলম। ৭৫ পরবর্তি সময়ে জীবনের ঝুঁকি নিয়ে তিনি জয়পুরহাটে আওয়ামীলীগের রাজনীতি করেন এবং দলকে সুসংগঠিত করেন।

জেলা আওয়ামীলীগের প্রবীণ নেতা অধ্যক্ষ খাজা সামছুল আলম বলেন, আমার এখন শেষ সময়। দলের কাছে কোন দিন কিছু চাইনি। ৭৫ পরবর্তি সময়ে জীবনের ঝুঁকি নিয়ে আওয়ামীলীগ করেছি। ভারপ্রাপ্ত সভাপতি ছিলাম। এর স্বীকিৃতি হিসাবে নেত্রীর নিকট জেলা পরিষদ চেয়ারম্যান পদে মনোনয়নের জন্য আমি আবেদন করি।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: