সেমিতে ভারতের কাছে হেরে বাংলাদেশের বিদায়

ছবি - সংগৃহীত
বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ ফুটবল দল গ্রুপ পর্বে ভালো খেলে ফাইনালে ওঠার আশা জাগিয়েছিলো। কিন্তু অবশেষে ভারতের কাছে ২-১ গোলে হেরে সেই সপ্ন ভেঙ্গেছে লাল সবুজের কিশোরদের। সোমবার (১২ সেপ্টেম্বর) কলম্বোতে অনুষ্ঠিত সাফ অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপের সেমিতে ভারতের কাছে পরাজিত হয় বাংলাদেশ।
এই ম্যাচের প্রথমার্ধ গোলশুন্য ছিল। দ্বিতীয়ার্ধে পরপর দুটি গোল হজম করে বাংলাদেশ। খেলার ৫১ মিনিটে ভারতকে এগিয়ে দেন থ্যাংলাল গাংতি। ৫৯ মিনিটে অফসাইড ট্র্র্যাপ ভেঙ্গে গাংতি করেন দ্বিতীয় গোল। তবে এ সময় বাংলাদেশ দলের মধ্যে একটু ভুল বোঝাবুঝির ঘটনা ঘটে। গাংতি অফসাইডে ছিলেন ভেবে বাংলাদেশের ডিফেন্ডাররা দাঁড়িয়ে গেলেও সাড়া দেননি রেফারি ফলে ২-০ ব্যাবধানে এগিয়ে যায় ভারত।
এরপর একটি পেন্টালি পায় বাংলাদেশ। সেটি ঠিকঠাক কাজেও লাগান মিরাজুল ইসলাম। এতে করে ব্যাবধান কমিয়ে ২-১ করে বাংলাদেশ। পরবর্তীতে বার বার আক্রমণ করে সফল হতে পারেনি লাল সবুজের কিশোররা। মাঝমাঠ থেকে তৈরি হওয়া আক্রমনগুলো দুই উইং দিয়ে ভারতের বক্সে গিয়ে বাধা পড়ে। ভারতের কিশোরদের দুর্দান্ত ডিফেন্ডিংয়ে তাদের গোলমুখ খুলতে পারেনি বাংলাদেশ।
গ্রুপ পর্বে বাংলাদেশ ৫-১ গোলে শ্রীলংকাকে পরাজিত করে। এরপর মালদীপকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে ওঠে। কিন্তু ভারতের কাছে পরাজিত হয়ে ফাইনালের আগেই আসর থেকে বিদায় হয়ে যায় বাংলাদেশ।
আশরাফুল/সাএ
বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬৭৮৬৭৭১৯১
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬৭৮৬৭৭১৯০
মার্কেটিং ও সেলসঃ ০৯৬১১১২০৬১২
ইমেইলঃ [email protected]

পাঠকের মন্তব্য: