প্রচ্ছদ / জেলার খবর / বিস্তারিত

আব্দুল ওয়াদুদ

বগুড়া প্রতিনিধি

বগুড়ায় হেরোইনসহ গ্রেফতার যুবক

   
প্রকাশিত: ৯:২৭ অপরাহ্ণ, ১২ সেপ্টেম্বর ২০২২

আদমদীঘির সান্তহারে হেরোইনসহ কাওসার হাবিব (২৮) নামের এক যুবককে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সদস্যরা। আজ সোমবার (১২ সেপ্টেম্বর) বেলা ১১ টায় সান্তহার হাউজিং পৌর বালিকা উচ্চ বিদ্যালয়ের গেটের সামনে থেকে ২ গ্রাম হেরোইনসহ তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত কাওসার হাবিব নওগাঁর মহাদেবপুর উপজেলার কাছলাপাড়া গ্রামের আলমগীর হোসেনের ছেলে।

বগুড়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক ইব্রাহিম খান জানান, সোমবার সান্তাহারের হাউজিং পৌর বালিকা উচ্চ বিদ্যালয়ের গেটের সামনে বিক্রির উদ্দেশ্যে নিজ হেফাজতে মাদক রেখে অবস্থান করছে এক ব্যক্তি। এমন সংবাদের ভিক্তিতে উল্লেখিত স্থানে অভিযান চালিয়ে ২ গ্রাম হেরোইনসহ মাদক কারবারি কাওসার হাবিবকে গ্রেফতার করা হয়। এ ব্যাপারে আদমদীঘি থানায় তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।

শাকিল/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: