স্বামীকে প্রেমিকার সাথে বিয়ে দিলেন স্ত্রী

ছবি: সংগৃহীত
রূপান্তরকামী সঙ্গিতা নামের এক নারীর সঙ্গে স্বামীকে বিয়ে দিলেন স্ত্রী। ওই গৃহবধূ পাঁচ বছর আগে ফকির নিয়ালকে বিয়ে করেন। ওই দম্পতির একটি শিশুও রয়েছে। ঘটনাটি ঘটেছে ভারতের উড়িষ্যার কালাহান্ডি জেলার ধুরকুটি গ্রামে।
খবরে বলা হয়, বিয়ের পাঁচ বছর পর ওই নারী জানতে পারেন, তার স্বামী এক রূপান্তরকামীর সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন। ফকির নিয়াল নামের সেই ব্যক্তি সম্প্রতি সঙ্গীতা নামের এক রূপান্তরকামী নারীর সঙ্গে গভীর সম্পর্কে জড়িয়ে পড়েন। তখন স্বামীকে আবার বিয়ে দিতে চান বলে পরিবারের সকলকে জানান ওই গৃহবধূ। প্রথমে রাজি না হলেও নারীর আর্জি ফেরাতে পারেননি তার বাড়ির লোকজন। বাড়ির লোকের সম্মতি নিয়ে সঙ্গীতাকে নিজের বাড়িতে নিয়ে আসেন। পরিবারের লোকজনের উপস্থিতিতে রূপান্তরকামী সম্প্রদায়ের বেশ কিছু সদস্যের সামনেই স্বামীর সঙ্গে সঙ্গীতার বিয়ে দেন তিনি।
সংবাদমাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকারে সঙ্গীতা বলেন, আমি ফকিরকে ভালোবাসতাম। আমাদের সম্পর্কের কথা জানার পর দিদি (নিয়ালের প্রথম স্ত্রী) আমাকেও আপন করে নিয়েছেন। আমিই ফকিরকে বিয়ে করতে চেয়েছিলাম। দিদি আমায় সমর্থন করেছেন। এতে আমি আপ্লুত। এদিকে এই বিয়ের পর ওই স্ত্রী তার স্বামীর সঙ্গে থাকবেন, নাকি বিবাহবিচ্ছেদ করবেন সে বিষয় এখনো কিছু জানা যায়নি। সূত্র-আনন্দবাজার।
নাঈম/সাএ
বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬৭৮৬৭৭১৯১
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬৭৮৬৭৭১৯০
মার্কেটিং ও সেলসঃ ০৯৬১১১২০৬১২
ইমেইলঃ [email protected]

পাঠকের মন্তব্য: