প্রচ্ছদ / জেলার খবর / বিস্তারিত

এম. সুরুজ্জামান

শেরপুর প্রতিনিধি

শেরপুরে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধ নিহত

   
প্রকাশিত: ১০:৫৩ অপরাহ্ণ, ১২ সেপ্টেম্বর ২০২২

শেরপুরে মোটরসাইকেলের ধাক্কায় এক বৃদ্ধ নিহত হয়েছেন। নিহতের নাম নুরুল ইসলাম নূরু (৭০)। রোববার (১১ সেপ্টেম্বর) রাতে পৌর শহরের চাপাতলী মহল্লার শেরপুর-জামালপুর আঞ্চলিক মহাসড়কে এ ঘটনা ঘটে। নিহত নুরুল ইসলাম শহরের চাপাতলী মহল্লার মৃত কামাল উদ্দিনের ছেলে। আজ সোমবার জেলা সদর হাসপাতাল মর্গে নিহতের ময়নাতদন্ত শেষে মর‌দেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

পু‌লিশ ও স্থানীয় সূ‌ত্রে জানা যায়, রোববার রাতে নুরুল ইসলাম শেরপুর শহরের চাপাতলী মহল্লার শেরপুর-জামালপুর আঞ্চলিক মহাসড়ক দিয়ে বাসায় যাচ্ছিলেন। এসময় তিনি জেলা পরিষদের সামনে পৌঁছলে একই মহল্লার সুলতান মিয়ার ছেলে সম্রাট (১৯) তার দ্রুতগামী মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে নুরুল ইসলামকে পিছন দিক থেকে ধাক্কা দেয়। এতে তিনি মাথায় আঘাত পেয়ে ঘটনাস্থলেই নিহত হন। পরে খবর পেয়ে সদর থানার এসআই শাহাদত হোসেন ফোর্সসহ ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেন।

শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বছির আহমেদ বাদল বলেন, এই ঘটনায় শেরপুর সদর থানায় সড়ক পরিবহন আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। সেইসাথে মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে। তবে চালক পলাতক রয়েছে।

শাকিল/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: