বিট পুলিশিং এর মাধ্যমে জনগণের দোরগোড়ায় পুলিশি সেবা পৌঁছে দিতে হবে: এসপি মাছুম

প্রকাশিত: ১৩ সেপ্টেম্বর ২০২২, ০৯:২৪ এএম

ময়মনসিংহ জেলার পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা পিপিএম বলেছেন, পুলিশ সদস্যদের জনসেবার মনোবৃত্তি নিয়ে কাজ করতে হবে। কোন পুলিশ সদস্য মাদকের সাথে জড়িত থাকলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

গতকাল সোমবার (১২ সেপ্টেম্বর) রাতে ফুলবাড়ীয়া থানা পরিদর্শন শেষে থানায় পুলিশ সদস্যদের সাথে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। পরে তিনি বিট পুলিশিং এর মাধ্যমে জনগণের দোরগোড়ায় পুলিশি সেবা পৌঁছে দিতে পুলিশ সদস্যদের নির্দেশ দেন।

এসময় তিনি সকল অফিসার-ফোর্সের কথা শোনেন ও তাদের সমস্যা গুলো সমাধানের প্রতিশ্রুতি দেন। এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) মোঃ রায়হানুল ইসলাম, সার্কেল এএসপি অরিত সরকার, থানা অফিসার ইনচার্জ মো.আবুল কালাম আজাদ ও স্থানীয় সাংবাদিকবৃন্দ।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: