গাইবান্ধায় পানিতে ডুবে ও সাপের কামড়ে মৃত্যু ২

প্রতিকী ছবি
গাইবান্ধায় পৃথক ঘটনায় শিশুসহ দুইজনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে একজনের সাপের কামড়ে এবং অন্যজনের পানিতে ডুবে মৃত্যু হয়েছে। জানা গেছে, জেলার সাদুল্লাপুর উপজেলায় সাপের কামড়ে শরিফুল ইসলাম (৩৮) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার (১২ সেপ্টেম্বর) উপজেলার ধাপেরহাট ইউনিয়নের নিজপাড়া (বাদলপাড়া) গ্রামের বাদশা মিয়ার ছেলে শরিফুল (৩৮) বাড়ির পাশে কুকুরমারী বিলে মাছ ধরতে যায়। সেখানে তাকে সাপে কামড় দিলে বাড়িতে এসে বমি করে এবং মাথা ঘুরে মাটিতে পড়ে যায়। এসময় রংপুরের পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে শরিফুলের মৃত্যু হয়।
অপরদিকে সুন্দরগঞ্জ উপজেলায় পুকুরের পানিতে ডুবে রাহাত মিয়া (১৫ মাস) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার দুপুরে উপজেলার দহবন্দ ইউনিয়নের গোপালচরণ গ্রামে এ ঘটনা ঘটে। রাহাত মিয়া ওই গ্রামের শাহজাদা মিয়ার ছেলে। দহবন্দ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রেজাউল আলম সরকার বলেন, ওই সময় বাড়ির পাশে পুকুরের পাড়ে শিশু রাহাত মিয়াকে রেখে তার মা রাশেদা বেগম গরুকে খাওয়ানোর জন্য পুকুরে ঘাস ধোয়ার কাজ করছিলেন। এ সময় রাশেদা বেগমের অজান্তে রাহাত মিয়া পুকুরের পানিতে পড়ে ডুবে যায়। পরে শিশুকে পানিতে ভাসতে দেখে তার স্বজনরা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।
শাকিল/সাএ
বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬৭৮৬৭৭১৯১
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬৭৮৬৭৭১৯০
মার্কেটিং ও সেলসঃ ০৯৬১১১২০৬১২
ইমেইলঃ [email protected]

পাঠকের মন্তব্য: