প্রচ্ছদ / জেলার খবর / বিস্তারিত

এম. সুরুজ্জামান

শেরপুর প্রতিনিধি

শ্রীবরদীতে নিখোঁজ অটোচালকের মরদেহ উদ্ধার

   
প্রকাশিত: ২:৫৬ অপরাহ্ণ, ১৩ সেপ্টেম্বর ২০২২

শেরপুরের শ্রীবরদীতে নিখোঁজ অটোচালক মোশারফের (৪৩) মরদেহ উলুকান্দা-লঙ্গরপাড়া গলাকাটা ডোবা থেকে উদ্ধার করেছে থানা পুলিশ। নিখোঁজের প্রায় ৩৪ ঘন্টা (দেড় দিন) পর মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) সকালে কুড়িকাহনীয়া এলাকার ওই ডোবা থেকে স্থানীয়দের তথ্যের ভিত্তিতে মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশ ও পারিবারিক সূত্র জানায়, কুড়িকাহনীয়া এলাকার অটোচালক মোশারফ দিনের বেলায় ঘুমিয়ে রাতে অটোরিকশা চালাতেন। প্রতিদিনের ন্যায় ১১ সেপ্টেম্বর রোববার রাত এগারোটার পর অটো নিয়ে বাড়ি থেকে বেড়িয়ে নিখোঁজ হন মোশারফ। পরে তার ফোন নাম্বার দুটিও বন্ধ পাওয়া যায়। একপর্যায়ে কুড়িকাহনীয়া বাজারে একটি বিকাশের দোকানের অপিরিচিত আইপি নাম্বার থেকে মোশারফের জন্য মুক্তিপণ দাবী করা হয়।

এদিকে, গতকাল সোমবার পর্যন্ত নিখোঁজের ২৪ ঘন্টা পেরিয়ে গেলেও মোশারফের সন্ধান না মেলায় শ্রীবরদী থানায় সাধারণ ডায়েরি করে তার পরিবার। পরে আজ মঙ্গলবার সকালে বাড়ি থেকে প্রায় ৫-৭ কিলোমিটার দূরে খড়িয়াকাজিরচর ইউনিয়নের উলুকান্দা-লঙ্গরপাড়া গ্রামের গলাকাটা ডোবায় একটি অজ্ঞাতনামা মরদেহ ভাসতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ও স্বজনেরা এসে গায়ের শার্ট দেখে মোশারফের লাশ বলে সনাক্ত করা হয়।

ধারণা করা হচ্ছে, অটো ছিনতাইকারী চক্রের সদস্যরা মোশারফের অটো ছিনতাই করে তাকে হত্যা করে ডোবায় ফেলে রাখা হয়।

শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিপ্লব কুমার বিশ্বাস বিষয়টি নিশ্চিত করে জানান, ময়নাতদন্ত শেষে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

সহকারী পুলিশ সুপার আফরোজা নাজনীন জানান, প্রাথমিকভাবে আত্মীয়-স্বজনের তথ্যমতে মরদেহটি নিখোঁজ অটোচালক মোশারফের বলে সনাক্ত করা হয়েছে। বিষয়টি আরও গভীরভাবে তদন্তের জন্য সিআইডি’র ক্রাইমসিন ইউনিটকে ডাকা হয়েছে।

শাকিল/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: