সাগড়ে নিম্নচাপ, খালি হাতে তীরে ফিরেছেন জেলেরা

ছবি: প্রতিনিধি
আরিফ হোসেন, চরফ্যাসন (ভোলা) থেকে: বর্তমান সময় ইলিশের ভরা মৌসুম। একদিকে সাগড়-নদীতে দেখা মিলছেনা ইলিশের। অন্যদিকে এবার কয়েকবার প্রাকৃতিক দুর্যোগের ফলে ব্যহত হচ্ছে মাছ শিকার। এদিকে বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি নিম্নচাপে পরিণত হওয়ায় সাগর উত্তাল রয়েছে। তাই কাঙ্খিত ইলিশ না পেয়ে হতাশ হয়ে ট্রলার নিয়ে তীরে ফিরেছেন ভোলার চরফ্যাসন উপজেলার কয়েক হাজার জেলে। এতে জেলেরা পড়েছেন বিপাকে। সাগড়ে বৈরি আবহাওয়ার কারনে রোববার মধ্যেরাত থেকেই ট্রলার নিয়ে তীরে ফিরে আসতে শুরু করেছেন জেলেরা। বড় ধরনের লোকসানের সম্ভাবনা দেখছেন ট্রলার মালিক ও আড়ৎদাররা। চাহিদা অনুযায়ী আমদানি না থাকায় জমেও উঠছে না মাছের আড়ৎ।
ঘাটে ফেরা মায়ের দোয়া ট্রলারের মাঝি মোঃ ফরিদ জানান, বরফ, তেল ও বাজার নিয়ে প্রায় ৪ লক্ষ টাকার রসদ সামগ্রী নিয়ে সমুদ্রে গিয়েছেন। প্রথমে নিম্নচাপের খবর পেয়েও লোকসান বিবেচনায় সমুদ্রে থাকতে চেয়েছিলেন। নিম্নচাপের কারনে সাগড় উত্তাল। তাই জীবনের মায়া করে ট্রলার নিয়ে সাগড় থেকে তীরে ফিরেছেন। যতদিন আবহাওয়া অনুকূলে না আসবে ততদিন উপকূলেই থাকতে হবে।
ট্রলার মালিক সালাউদ্দিন মেম্বার জানান, তার দুইটি সমুদ্রগামী ট্রলার রয়েছে। দুইটি ট্রলারে প্রায় ৮ লক্ষ টাকার সামগ্রী নিয়ে সাগড়ে ট্রলার পাঠিয়েছেন। এদিকে ডিজেল ও মুদি মালের দাম বেড়েছে। সাগড়ে মাছ শিকারে যাওয়া প্রত্যেক জেলের পিছনে ব্যয়বহুল খরচ। এবার সাগড়ে মাছ ধরার নিষেধাজ্ঞা শেষে ট্রলার নিয়ে সাগড়ে যাওয়ার পর থেকে প্রাকৃতিক দুর্যোগ। বিভিন্ন আড়ৎদারের কাছ থেকে ২০ লক্ষ টাকার দাদন নিয়েছেন। সাগড়ে মাছ না পাওয়া লোকসান গুনতে হচ্ছে।
ফিশিং বোর্ড মালিক সমিতির সভাপতি মোঃ রফিক জানান, সম্প্রতি নিম্নচাপে লোকসান নিয়ে ফিরে আসা ট্রলারগুলো নিয়ে ধার দেনা করে আবারও সমুদ্রে গিয়েছিল জেলেরা। বৈরি আবহাওয়ার কারণে শত শত ট্রলার এসে নিরাপদ আশ্রয় অবস্থান করছে। তবে এবারের নিম্নচাপ যেন মরার ওপর খাড়ার ঘা হিসেবে মৎস্যজীবীদের জন্য। বর্তমানে প্রতিটি ট্রলার মালিক দেনাগ্রস্ত। চরফ্যাসন উপজেলা সিনিয়ির মৎস্য কর্মকর্তা মারুফ হোসেন মিনার জানান, এবার পাকৃতিক দুর্যোগের ফলে লোকসান গুনছে ট্রলার মালিক ও জেলেরা। জেলেদের সর্বাধিক সহযোগিতা ও সার্বিক বিষয়ে খোঁজ রাখা হচ্ছে।
সালাউদ্দিন/সাএ
বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬৭৮৬৭৭১৯১
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬৭৮৬৭৭১৯০
মার্কেটিং ও সেলসঃ ০৯৬১১১২০৬১২
ইমেইলঃ [email protected]

পাঠকের মন্তব্য: