সাগরে জাল টানতে গিয়ে স্রোতে ভেসে গেল জেলে

বৈরি আবহাওয়া উপেক্ষা করে জীবিকার তাগিদে মাছ ধরতে জাল টানতে গিয়ে মোশারফ হোসেন শরিফ (২৫) নামে এক জেলে দুদিন ধরে নিখোঁজ রয়েছে। এর আগে রোববার (১১ সেপ্টেম্বর) দুপুরের দিকে সুন্দরবন সংলগ্ন বঙ্গোপসাগরের পক্ষিদিয়া এলাকায় এ ঘটনা ঘটে। মোশারফ উপজেলার চরদুয়ানী ইউনিয়নের তাফালবাড়িয়া গ্রামের শহীদ শরিফের ছেলে।
নামবিহীন ওই ট্রলারের মাঝি শাহিন শরীফ বলেন, শুক্রবার (৯ সেপ্টেম্বর) দুপুরে সুন্দরবন সংলগ্ন পক্ষিদিয়া এলাকায় মাছ ধরার যাই। রোববার (১১ সেপ্টেম্বর) দুপুরের দিকে ট্রলারের ইঞ্জিন বিকল হয়ে জাল পেঁচিয়ে যায়। ওই জাল টানতে মোশারফ পানিতে নামলে হঠাৎ স্রোতের তোরে ভেসে যায়। কিছুক্ষণ পর খোঁজাখুঁজি করলে তাকে পাওয়া যায়নি।
এদিকে মোশারফের বাড়িতে এ খবর জানার পরে কান্নার রোল পরে। স্বজনরা উদ্ধারের দাবি জানিয়েছেন। মোশারফের স্ত্রী হাসি বেগম বলেন, এখন পর্যন্ত কোনো সন্ধান পাওয়া যায়নি। আমরা আত্নীয় স্বজন এবং ট্রলার মালিক সমিতির কাছে জানিয়েছি। এ বিষয় বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী বলেন, নিখোঁজ জেলের সন্ধান অব্যহত রয়েছে।
সালাউদ্দিন/সাএ
বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬৭৮৬৭৭১৯১
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬৭৮৬৭৭১৯০
মার্কেটিং ও সেলসঃ ০৯৬১১১২০৬১২
ইমেইলঃ [email protected]

পাঠকের মন্তব্য: