এই বিশ্বকাপ নয়, পাপনের লক্ষ্য পরের বিশ্বকাপ

প্রকাশিত: ১৩ সেপ্টেম্বর ২০২২, ০৮:৪৫ পিএম

এশিয়া কাপে পরাজয়ের আগে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বলেছিলেন, এশিয়া কাপ নয়, আমাদের মূল লক্ষ্য টি-টোয়েন্টি বিশ্বকাপ। তবে এখন সেই লক্ষ্য থেকেও সরে এসেছেন তিনি। এবারে তিনি জানালেন, অস্ট্রেলিয়া বিশ্বকাপে ভালো খেলা টাইগারদের লক্ষ্য নয়, লক্ষ্য তার পরের টি-টোয়েন্টি বিশ্বকাপে ভালো কিছু করা। সেই টার্গেট সামনে রেখেই এগোচ্ছেন তারা।

এর আগে গ্রুপ পর্বে শ্রীলংকার বিরুদ্ধে জয় পেলে এশিয়া কাপে বাংলাদেশেরও চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ থাকতো বলে জানিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। তবে  আজ মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর)  মিরপুরের হোম অব ক্রিকেটে গণমাধ্যমের সঙ্গে আলাপে পাপন বলেন, ‘একটা জিনিস পরিষ্কারভাবে বলছি, আমরা এখন যা করছি তা এই বিশ্বকাপের জন্য নয়। এই বিশ্বকাপকে টার্গেট করে কিছু করলে হবে না। আপনাকে সামনের বিশ্বকাপকে টার্গেট করে কিছু করতে হবে।’ টি-টোয়েন্টি ফরম্যাটে বাংলাদেশ একদমই ভালো দল নয় ।

তবে রাতারাতি পরিবর্তন আশা করা ঠিক হবে না-মনে করেন বিসিবি সভাপতি। পাপন বলেন, ‘এমন কোনো কোচ নেই, এমন কোনো বোর্ড নেই যে, আপনাকে রাতারাতি টি-টোয়েন্টি ফরম্যাটে সব ঠিক করে দেবে। এতো দিন যা হয়েছে, হয়েছে। আপনাকে লং টার্মে চিন্তা করতে হবে। নেক্সট টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য দল তৈরি করছি আমরা।’ আর পরবর্তী বিশ্বকাপে দল সাজাতে কিছু পরীক্ষা-নিরীক্ষা করতেই হবে। তাতে দলের পারফরম্যান্স ব্যাঘাত ঘটতে পারে। এসব ব্যাপার মানিয়ে নিতে বললেন পাপন, ‘এটার জন্য কিছু এক্সপেরিমেন্ট হবে, কিছু আপস অ্যান্ড ডাউন হবে। এজন্য আমাদেরকে মানিয়ে নিতে হবে। ওইটা যদি খারাপও হয়, আমরা হতাশ হবো না। আমরা চাই ভালো হোক। ইভেনচুয়েলি ছয় মাস বা সাত মাস কিংবা এক বছর পর যদি স্ট্রং কোনো দল দাঁড় করানো যায়, তাহলে তো ভালো। মাথায় থাকতে হবে সবকিছুই। আমরা সামনের (পরের) বিশ্বকাপের জন্য সব করছি।’

প্রসঙ্গত, সদ্য শেষ হওয়া এশিয়া কাপে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছে টাইগাররা। আফগানিস্তান ও শ্রীলঙ্কার কাছে হেরে শেষ চারে আর উঠতে পারেনি সাকিব আল হাসানের দল। তবে, দুবাইয়ে অন্য সব দেশের বোর্ডের সভাপতিদের সঙ্গে গ্যালারিতে এশিয়া কাপ ফাইনাল উপভোগ করতে দেখা গেছে বিসিবিকে সভাপতিকে। শ্রীলঙ্কা চ্যাম্পিয়ন হওয়ার পর সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে তাই এসব মন্তব্য করেন নাজমুল হাসান পাপন।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: