শিগগিরই রিজার্ভ ৪৮ বিলিয়ন ডলারে পৌঁছাবে

প্রকাশিত: ১৪ সেপ্টেম্বর ২০২২, ১১:১৬ পিএম

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল জানিয়েছেন, শিগগিরই রিজার্ভ ৪৮ বিলিয়ন ডলারে পৌঁছাবে। বুধবার (১৪ সেপ্টেম্বর) সরকারি ক্রয় সংক্রান্ত কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান। মন্ত্রী বলেন, খুব শিগগিরই বৈদেশিক মুদ্রার বিনিময় হার বাজারভিত্তিক করা হবে। টুডে অর টুমোরো আমরা কিন্তু মার্কেটবেস লেনদেনে যাবো।

অর্থমন্ত্রী বলেন, সাম্প্রতিক সময়ে ২৪ ২৪ বিলিয়ন ডলার রেমিট্যান্স এসেছে যা এক বছরের সর্বোচ্চ। প্রতিমাসে গড়ে ২ বিলিয়ন করে রেমিট্যান্স আসছে। ফলে খুব শিগগিরই রিজার্ভ ৪৮ বিলিয়ন ডলারে পৌঁছাবে। বৈদেশিক মুদ্রার লেনদেনের ক্ষেত্রে ফ্লোটিং এক্সচেঞ্জ রেট চালু করার চিন্তা করা হচ্ছে বলেও জানান তিনি।

প্রসঙ্গত, ২০২১ সালে করোনার মধ্যে রিজার্ভ ৪৮ দশমিক ৪ বিলিয়ন মার্কিন ডলারের নতুন রেকর্ড ছুঁয়েছিল। তবে, ব্যাংক এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের দেনা পরিশোধ করায় দেশে রিজার্ভ কমে ৩৭ দশমিক শূন্য ৬ বিলিয়ন ডলারে দাঁড়ায়।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: