প্রচ্ছদ / সারাবিশ্ব / বিস্তারিত

আর করব না ম্যাম, সত্যি বলছি- ভিডিও ভাইরাল

   
প্রকাশিত: ১:৫১ অপরাহ্ণ, ১৫ সেপ্টেম্বর ২০২২

স্কুলে এক শিক্ষিকা চেয়ারে বসে আছেন। সামনে দাঁড়িয়ে এক শিশু শিক্ষার্থী। শিক্ষিকার হাত ধরে তাঁর রাগ ভাঙানোর চেষ্টা করতে দেখা যাচ্ছে শিশুটিকে। এমনকি এক সময় শিক্ষিকার রাগ ভাঙাতে তাঁর গালে চুম্বনও করে দেয় সে। ভারতের বিহার প্রদেশের ছপরার একটি স্কুলের এই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। অনেকের শৈশবের স্মৃতিকে উস্কে দিয়েছে ভিডিওটি। শিক্ষিকা এবং খুদে শিক্ষার্থীর কথোপকথন মন ছুঁয়েছে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের। শিক্ষিকা ও ক্ষুদে সেই শিক্ষার্থীর কথোপকথনের কিছু অংশ-

শিক্ষিকা : তোমার সঙ্গে কথা বলব না। আমি রাগ করেছি। শিক্ষার্থী : ম্যাম, আমি আর দুষ্টুমি করব না। সত্যি বলছি।

শিক্ষিকা : তুমি বারবারই বলো, আমি আর করব না। কিন্তু আবার সেই দুষ্টুমি করো। শিক্ষার্থী : আর করব না, ম্যাম। আর করব না।

শিক্ষিকা মুখ ঘুরিয়ে রাখেন। কিন্তু শিশুটি তাঁর কাছে গিয়ে আদর করে বলে, আর করব না, করব না। শিক্ষিকা : প্রমিস, তুমি আর দুষ্টুমি করবে না?

শিক্ষার্থী : একদম। (এর পরই শিক্ষিকা তাঁর গালে শিশুটিকে চুমু দিতে বলে) শিশুটি শিক্ষিকাকে চুমু দেয়, শিক্ষিকাও দেন শিশুটিকে।

শেষ পর্যন্ত শিক্ষিকার রাগ ভাঙাতে সফল হয় শিশুটি। স্কুলে দুষ্টুমি করেনি এমন ছেলেমেয়ে খুঁজে পাওয়া যায় না। সেই দুষ্টুমি করতে গিয়ে কখনো শিক্ষকের হাতে ধরা পড়ে মার খেয়েছে, কখনো শাস্তির মুখে পড়তে হয়েছে। প্রত্যেকেরই স্কুলজীবনের এমন স্মৃতি রয়েছে। স্কুলজীবন পেরিয়ে এসে সেই স্মৃতি এখনো অনেকে হাতড়ে বেড়ান।

নাঈম/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: