সাকিব এবার খাবার বিক্রেতা

ছবি - সংগৃহীত
বিশ্বসেরা অলারাউন্ডার ও বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার সাকিব আল হাসান। খেলার মাঠ ছাড়িয়ে চমক দেখিয়েছেন একাধিক বিজ্ঞাপনে। কখনো নবাব, কখনো আবার হকার এসব চরিত্রে অভিনয় করে তাক লাগিয়েছেন ভক্তদের। তবে এবার আসছে ভিন্নরুপে। সাকিবকে দেখা গেল খাবার বিক্রেতার ভূমিকায়।
মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) সন্ধায় সাকিব একটি ছবি প্রকাশ করেন। সেখানে এওই ক্রিকেটারকে দেখা গেছে স্ট্রিট ফুড বিক্রেতার ভূমিকায়! খোলা রাস্তায় গায়ে অ্যাপ্রোন, চোখে চশমা, হাতে খাবার ও সসের বোতল। বোঝা যায়, কোনো ক্রেতাকে তিনি খাবার সাজিয়ে দিচ্ছেন। আর ক্যাপশনে হ্যাশট্যাগ দেন একটি মুঠোফোন প্রতিষ্ঠানকে।
তবে সাকিব ছবিতে কোন ক্যাপশন দেননি। এ ব্যাপারে এই ক্রিকেটারের কোনো মন্তব্য পাওয়া যায়নি। তবে নির্মাতা আদনান আল রাজীব বিষয়টি পরিস্কার করেন। তিনি জানান, ‘এটি একটি বিজ্ঞাপনের ছবি যা নির্মাণ করেছি আমি। সাকিবকে নিয়ে গ্রে অ্যাজেন্সির মাধ্যমে এক সঙ্গে তিনটি কাজ করেছি। যার প্রথমটি সবাই দেখেছেন, বাস কন্ড্রাক্টর। এবার আসছে স্ট্রিট ফুডওয়ালা ক্যারেক্টার। কিছুদিন পর ছাড়ব আরেকটি ক্যারেক্টার। ওখানেও সারপ্রাইজ আছে।’
আশরাফুল/সাএ
বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬৭৮৬৭৭১৯১
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬৭৮৬৭৭১৯০
মার্কেটিং ও সেলসঃ ০৯৬১১১২০৬১২
ইমেইলঃ [email protected]

পাঠকের মন্তব্য: