সন্তানকে বাঁচাতে গিয়ে বাবার মৃত্যু, দেখতে গিয়ে অপর শিশুর মৃত্যু

প্রকাশিত: ১৬ সেপ্টেম্বর ২০২২, ০৪:৫০ পিএম

নেত্রকোনার মদনে ছেলেকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে চয়ন হাসান নামে এক পল্লী চিকিৎসকের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে নিজ বাড়ির সামনের পুকুরে বিদ্যুতায়িত হয়ে মারা যান তিনি। চয়ন হাসান উপজেলার তিয়শ্রী ইউনিয়নের বালালী গ্রামের সেলিম মিয়ার ছেলে। অপরদিকে এ দুর্ঘটনার খবর শুনে দেখতে যাওয়ার সময় রাস্তায় অটোরিকশা চাপায় নাসিফা আক্তার (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত নাসিফা আক্তার বালালী গ্রামের জুয়েল মিয়ার মেয়ে।

স্থানীয় সুত্রে জানা গেছে, চয়ন হাসানের মামা জাকির হাসান তার নির্মাণাধীন ঘরে বাড়ির সামনের পুকুর থেকে মটর দিয়ে পানি দিচ্ছিলেন। মটরের তাড়ে চয়ন হাসানের ৬ বছর বয়সী ছেলে জিহান বিদ্যুতায়িত হয়ে পুকুরে পড়ে যায়। এ সময় ছেলেকে বাঁচাতে পুকুরে ঝাঁপ দিলে চয়ন হাসান নিজেও বিদ্যুৎতায়িত হয়। পরে স্থানীয়রা বাবা ও ছেলেকে উদ্ধার করে মদন হাসাপাতালে নিলে চিকিৎসক শান্তুনু সাহা চয়নকে মৃত ঘোষণা করেন।

পরবর্তীতে, এ দুর্ঘটনার খবর শুনে দেখতে যাওয়ার সময় রাস্তায় অটোরিকশা প্রতিবেশী জুয়েল মিয়ার শিশুকন্যা নাসিফাকে চাপা দেয়। পরে আশঙ্কাজনক অবস্থায় তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপতালে নেয়া হলে পথেই মারা যায় নাফিসা। মদন থানার ওসি মুহাম্মদ ফেরদৌস আলম জানান, বিদ্যুতায়িত হয়ে চয়ন হাসান নামে এক যুবকে মারা গেছেন। এ সময় একই এলাকার নাফিসা নামে আরেকটি শিশু অটোচাপায় মারা গেছে। এ ব্যাপারে লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: