নবীকে কটূক্তি, পুলিশ সদস্য গ্রেফতার

প্রকাশিত: ১৬ সেপ্টেম্বর ২০২২, ০৭:০২ পিএম

ঢাকার নবাবগঞ্জে ইসলাম ধর্ম ও মহানবীকে (সা.)-কে নিয়ে কটূক্তি করে ফেসবুকে কমেন্টস করার অভিযোগে অভিযুক্ত পুলিশ কনস্টেবল প্রীতম মণ্ডলকে অবশেষে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ। আজ শুক্রবার (১৬ সেপ্টেম্বর) সকালে ঢাকা দক্ষিণ গোয়েন্দা পুলিশের একটি দল ঢাকার একটি বাসা থেকে গ্রেপ্তার করেন প্রীতমকে।

অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) মোবাশশিরা হাবীব খান প্রীতমকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, বিষয়টি আলোচিত হওয়ায় ঢাকা জেলা পুলিশ সুপার মো. আসাদুজ্জামানের নির্দেশে প্রীতমকে গ্রেপ্তারে কাজ শুরু করে গোয়েন্দা পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাতভর চেষ্টার পর আজ সকালে প্রীতমকে গ্রেপ্তার করতে সক্ষম হই আমরা। গ্রেপ্তারের পর তাকে নবাবগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। পুলিশ সাত দিনের রিমান্ড আবেদন করে আসামিকে আদালতে পাঠিয়েছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা। তিনি জানান, ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার অপরাধে অভিযুক্ত পুলিশ সদস্য প্রীতম মণ্ডলকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।

প্রসঙ্গত, অভিযুক্ত পুলিশ সদস্য প্রীতম নবাবগঞ্জ উপজেলার শোল্লা গ্রামের বাসিন্দা৷ সম্প্রতি সে ইসলাম ধর্ম ও মহানবীকে (স.)-কে নিয়ে ফেসবুকে কটূক্তি করেন। এ ঘটনায় অনেকটা উত্তপ্ত হয়ে উঠে ধর্মপ্রাণ মানুষ। নবাবগঞ্জ উপজেলা প্রশাসন ও থানা পুলিশের দ্রুত পদক্ষেপের কারণে পরিস্থিতি নিয়ন্ত্রণে দ্রুত আইনি ব্যবস্থা গ্রহণ করা হয় এবং তাকে গ্রেপ্তারে অভিযান শুরু করা হয়। এ ঘটনায় নবাবগঞ্জ থানায় অভিযুক্ত প্রীতম মণ্ডল ও আলোক সরকার কার্তিক নামে আরেকজনের বিরুদ্ধে ফৌজদারী আইনে মামলা করা দায়ের করা হয়েছে।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: