প্রচ্ছদ / জেলার খবর / বিস্তারিত

শিপন সিকদার

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জে বিষ খাইয়ে শ্রমিক হত্যার অভিযোগ

   
প্রকাশিত: ১০:৫৬ অপরাহ্ণ, ১৬ সেপ্টেম্বর ২০২২

নারায়ণগঞ্জের রূপগঞ্জে জুয়া খেলার টাকাকে কেন্দ্র করে পাঁচ জুয়াড়ি মিলে এক আমানউল্লাহ নামের শ্রমিককে লাঞ্চিত করে বিষ খাইয়ে হত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) রাত ১১ টায় উপজেলার কামশাইর এলাকায়। নিহতের পরিবারের দাবী, জুয়াড়িরা তাকে পিটিয়ে জোরপূর্বক মুখে কীটনাশক ট্যাবলেট খাইয়ে দেয়।

নিহতের পরিবারের দাবি, আমানউল্লা দিনমজুরের কাজ করতেন। কাজের ফাঁকে সে জুয়া খেলায় লিপ্ত ছিলো। কামশাইর বিলে ইঞ্জিন চালিত নৌকায় স্থানীয় ডিশ বাবু, সবুজ, মনির ওরফে কানা মনির, জিয়া, শাহাআলম জুয়ার আসর বসাতো। পাশাপাশি জুয়াড়িদের টাকা দাদন দিতো।

আমানউল্লাহ তাদের কাছ থেকে জুয়া খেলার জন্য টাকা দাদন নেয়। এ টাকার জন্য বৃহস্পতিবার বিকালে তাকে চাপ দেয়। রাতে কামশাইর বাজারে তাকে মারধর করে জোরপূর্বক কীটনাশক ট্যাবলেট খাইয়ে দেয়। খবর পেয়ে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিলে কত্যবরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

স্থানীয়রা জানান, কামশাইর এলাকায় দীর্ঘদিন ধরে জুয়ার আসর বসছে। কামশাইর এলাকায় মৃত মাহম্মদ আলীর ছেলে মনির হোসেন, মৃত নুরুন্নবীর ছেলে সবুজ, মৃত তাহের আলীর ছেলে শাহাআলম, ডিশ বাবু ও কাইলা জিয়া কামশাইর বিলে ইঞ্জিন চালিত নৌকায় জুয়ার আসর বসায়।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ এফ এম সায়েদ বলেন, শুনেছি। পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

সালাউদ্দিন/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: