প্রেসিডেন্সি ইউনিভার্সিটির সেমিস্টার-২ এর নবীনবরণ

প্রকাশিত: ১৭ সেপ্টেম্বর ২০২২, ০৫:৫২ পিএম

বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বারিধারার ইন্ট্রাকো কনভেনশন হলে সম্প্রতি প্রেসিডেন্সি ইউনিভার্সিটির সেমিস্টার-২-এর নবাগত ছাত্র-ছাত্রীদের ফুল দিয়ে বরণ করে নেয়া হয়েছে। সবার সমবেত কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশন দিয়ে শুরু হয় নবীনবরণ অনুষ্ঠান।

প্রেসিডেন্সি ইউনিভার্সিটির উপাচার্য (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. আবুল লাইস এমএস হকের সভাপতিত্বে নবীন শিক্ষার্থীদের উদ্দেশে মোটিভেশনাল বক্তব্য রাখেন টেন মিনিট স্কুলের ফাউন্ডার ও সিইও আয়মান সাদিক।

নবীনবরণ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন- ইউনিভার্সিটি রেজিস্ট্রার মো. রুহুল আমিন, ইউনিভার্সিটির অ্যাডভাইজার মেজর জেনারেল কাজী আশফাক আহমেদ (অব.), ইংরেজি ডিপার্টমেন্টের চেয়ারম্যান মো. হাবীবুল্লাহ, বিজনেস ডিপার্টমেন্টের চেয়ারম্যান মো. মুজাক্কেরুল হুদা, সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের চেয়ারম্যান ড. মো. সুলতানুল ইসলাম।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: