‘প্রযুক্তি ব্যবহার করে কালোবাজারি রোধ করা হবে’

রেলপথমন্ত্রী এডভোকেট নূরুল ইসলাম সুজন বলেছেন, প্রযুক্তি ব্যবহার করে কালোবাজারি রোধ করা হবে। শতভাগ টিকিট অনলাইনে দেওয়া হবে। সেই সাথে যাত্রীরা যাতে প্রযুক্তি ব্যবহার করতে পারে সেজন্য শিখিয়ে দেওয়ার ব্যাপারে পরিকল্পনা করা হচ্ছে। প্রতিবেশী দেশ ভারতে ইতিমধ্যে রেলব্যবস্থায় প্রযুক্তির ব্যবহার পরিপূর্নভাবে করে ফেলেছে। সম্প্রতি সে বিষয়ে একটি সমোঝতা চুক্তি হয়েছে।
তিনি বলেন, সম্প্রতি তেলের দাম বাড়ায় লঞ্চ বাস সহ সব যানবাহনের ভাড়া বেড়েছে কিন্তু রেলের ভাড়া বাড়েনি, রেল সাধারন মানুষের বাহন প্রধানমন্ত্রী মনে করেন, রেল জনগনের সেবার জন্য, লাভ লোকসানের কথা চিন্তা করে রেল পরিচালনা করা হয়না রেল হচ্ছে সেবা মূলক। রেলের যে সম্পদ আছে সেই সম্পদগুলো যথাযথ ব্যবহার করে আয়ের উৎস তৈরি করা যায় সেজন্য রেলের জায়গায় কমিউনিটি সেন্টার, ডিপার্টমেন্টাল স্টোর, মার্কেট তৈরির পরিকল্পনা ইতিমধ্যে গ্রহন করা হয়েছে। তিনি আজ দুপুরে বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম রেলওয়ে স্টেশনের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ড পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা জানান।
এ সময় পঞ্চগড় জেলা প্রশাসক মো. জহুরুল ইসলাম, পুলিশ সুপার এস এম সিরাজুল হুদা, রেলওয়ের ল্যান্ড এন্ড বিল্ডিংয়ের ডেপুটি কমিশনার পূর্নেন্দু দেব, আওয়ামীলীগের সাধারন সম্পাদক আনোয়ার সাদাত সম্রাট, সদর উপজেলা চেয়ারম্যান আমিরুল ইসলাম, স্টেশন মাস্টার মাসুদ পারভেজ সহ সংশ্লিস্টরা উপস্থিত ছিল।
পরে মন্ত্রী রেলওয়ে বিভাগের কর্মকর্তা কর্মচারীদের সাথে চা চক্রে অংশ নেয়। এ সময় মন্ত্রী উন্নয়ন কর্মকান্ডের অগ্রগতিগুলো দেখার পর প্রয়োজনীয় দিক নির্দেশনা দেন।
শাকিল/সাএ
বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬৭৮৬৭৭১৯১
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬৭৮৬৭৭১৯০
মার্কেটিং ও সেলসঃ ০৯৬১১১২০৬১২
ইমেইলঃ [email protected]

পাঠকের মন্তব্য: