পরীক্ষার হলে মোবাইল নিয়ে প্রবেশ, ৪ শিক্ষককে প্রত্যাহার

কুমিল্লার বরুড়া উপজেলায় এসএসসি পরীক্ষার হলে মোবাইল (স্মার্ট ফোন) নিয়ে প্রবেশ করায় চার কক্ষ প্রত্যবেক্ষককে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে। শনিবার (১৭ সেপ্টেম্বর) বাংলা (আবশ্যিক) ২য় পত্র বিষয়ের পরীক্ষা চলাকালীন বরুড়ার বাতাইছড়ি উচ্চ বিদ্যালয়ের ২ ও ৬ নম্বর কক্ষে এ ঘটনা ঘটে। বাতাইছড়ি উচ্চ বিদ্যালয়ের একটি অফিসিয়াল বিজ্ঞপ্তি পত্রে কেন্দ্র সচিব মোহাম্মদ উল্যাহ্ সাক্ষরিত বিজ্ঞপ্তিতে শিক্ষকদের প্রত্যাহারের বিষয়টি জানানো হয়। সেই সাথে তাদের বিরুদ্ধে কেন আইননানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে না তা তিন কর্মদিবসের মধ্যে লিখিত ভাবে জানানোর জন্য নির্দেশ দেওয়া হয়েছে।
স্মার্টফোন নিয়ে প্রবেশ করা শিক্ষকরা হলেন— মুগগাঁও আদর্শ উচ্চ বিদ্যালযয়ের সহকারী শিক্ষক আবুল হোসেন চৌধুরী, হরিপুর আগানগর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক রবিউল আউয়াল, শিলমুড়ী রাজ রাজেশ্বরী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক জয় চন্দ্র দে ও হরিপুর আগানগর উচ্চ বিদ্যালয় মো. হাসান সাঈদ।
বিজ্ঞপ্তিতে লেখা হয়, প্রত্যবেক্ষকের দায়িত্ব পালনে অবহেলার কারণে পরবর্তী পরীক্ষা গুলোতে কক্ষ প্রত্যবেক্ষকের দায়িত্ব পালন থেকে এই চার শিক্ষককে প্রত্যাহার করা হলো।
শনিবার বিকেল সাড়ে তিনটার দিকে কেন্দ্র সচিব মোহাম্মদ উল্যাহ্ জানান, ওই চার শিক্ষক আমাদের জানিয়েছেন উনারা তাড়াহুড়ো করে কেন্দ্রে প্রবেশ করেছেন। সময় না পাওয়ায় মোবাইল রাখতে পারেন নি। তাদের সাথে মোবাইল পাওয়ায় তাদের পরবর্তী পরীক্ষার প্রত্যবেক্ষকের দায়িত্ব হতে প্রত্যাহার করা হয়েছে।
শাকিল/সাএ
বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬৭৮৬৭৭১৯১
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬৭৮৬৭৭১৯০
মার্কেটিং ও সেলসঃ ০৯৬১১১২০৬১২
ইমেইলঃ [email protected]

পাঠকের মন্তব্য: