মহানবী (সঃ) নিয়ে ফেসবুকে অবমাননাকর মন্তব্য, আসামি গ্রেফতার

প্রকাশিত: ১৭ সেপ্টেম্বর ২০২২, ০৮:২৪ পিএম

ঝিনাইদহের হরিণাকুন্ডেু মহানবীকে (সঃ) নিয়ে অবমাননাকর মন্তব্যের করায় হাসান মেহেদী নামে এক যুবককের বিরুদ্ধে মামলা হয়েছে। শনিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে হরিণাকুন্ডুু ইমাম পরিষদের সাধারণ সম্পাদক হাফেজ মাওঃ তৈয়বুর রহমান বাদি হয়ে মামলা করেন হরিণাকুন্ডু থানায়। দন্ডবিধির (প্যানাল কোডের) ২৯৫/ক, ১৫৩/ক ও ৫০০ ধারায় এই মামলা লিপিবদ্ধ হওয়ার পর ঢাকা থেকে অভিযুক্ত হাসান মেহেদীকে গ্রেফতার করেছে পুলিশ। শৈলকুপা সার্কেলের সহকারী পুলিশ সুপার অমিত কুমার বর্মন এই তথ্য নিশ্চিত করেছেন। হরিণাকুন্ডু থানার নারায়ণকান্দিগ্রামের মৃত ইউসুফের ছেলে হাসান মেহেদী। বর্তমানে সে ঢাকার একটি পোশাক কারখানায় কর্মরত আছে।

জানাগেছে, শুক্রবার ফেসবুকে হাসান মেহেদী ফেসবুক পোস্টের কমেন্টে নিজের এই মন্তব্যে মহানবী (সঃ)কে চরিত্রহীন হিসাবে বিদ্বেষ ছড়ান। এই মন্তব্যের পরে অনেকেই এটা ভুল বশতঃ কিনা জানতে মোবাইলে ফোন দিলে তিনি নিজের বক্তব্য জেনে বুঝেই করেছেন এবং এই মন্তব্য ডিলিট করবেন না বলে জানান। এই মন্তব্যের পরে সোশ্যাল মিডিয়ায় স্ক্রিনশট ছড়িয়ে পড়লে মুসলিম হিতৈষিদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে। শনিবার বিকালে হরিণাকুন্ডু দোয়েল চত্বরে এক প্রতিবাদ কর্মসূচির ডাক দেয় মুসলিম উম্মাহর ব্যানারে। এরপর শনিবার দুপুরে শৈলকুপা সার্কেলের সহকারি পুলিশ সুপার অমিত কুমার বর্মণ হরিণাকুন্ডুতে যেয়ে উত্তেজিত জনতার সাথে কথা বলে মামলা নেওয়ার আশ্বাস দেন। তার আশ্বাসে ৩ দিনের জন্য কর্মসূচি স্থগিত করে উত্তেজিত জনতা। তিনি গণমাধ্যম কর্মীদের বলেন এই হাসান মেহেদীকে আইনের আওতায় নিয়ে আসা হবে।

শৈলকুপা সার্কেলের সহকারী পুলিশ সুপার অমিত কুমার বর্মন বলেন, হরিণাকুন্ডু থানায় একটি মামলা হয়েছে। এরপর ঢাকা থেকে অভিযুক্ত হাসান মেহেদীকে গ্রেফতার করা হয়েছে। এদিকে এই ঘটনাকে কেন্দ্র করে যাতে কোন সহিংস ঘটনা না ঘটে সেই দিকে সতর্ক অবস্থানে রয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলে তিনি আরো জানান।

উল্লেখ্য খোঁজ নিয়ে জানা গেছে, এই হাসান মেহেদীর ভাতিজা ২০১৩ সালে বঙ্গবন্ধুকে নিয়ে কটূক্তির করলে কলেজ কর্তৃপক্ষ তার ছাত্রত্ব বাতিল করেন। হাসান মেহেদীসহ কিছু লোক হরিণাকুন্ডুতে আলাদা একটি ধর্ম পালন করেন বলে স্থানীয়রা জানিয়েছেন।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: