আড়াই ঘন্টা পর ময়মনসিংহের সাথে ভৈরব-নেত্রকোনা যোগাযোগ ট্রেন যোগাযোগ সচল

প্রকাশিত: ১৭ সেপ্টেম্বর ২০২২, ০৮:২৪ পিএম

আড়াই ঘন্টা পর ময়মনসিংহের সাথে ভৈরব-নেত্রকোনা-জারিয়ার ট্রেন যোগাযোগ সচল হয়েছে। শনিবার (১৭ সেপ্টেম্বর) বিকাল চারটার দিকে ময়মনসিংহ রেলওয়ে স্টেশন থেকে ঢাকাগামী বলাকা কমিউটার ট্রেন ছেড়ে যায়। ময়মনসিংহ রেলওয়ে থানার উপ-পরিদর্শক মির্জা মোহাম্মদ মুক্তা গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি আরও বলেন, দুপুর পৌনে দুইটার দিকে মহানগরীর পালপাড়া বলাশপুর জারিয়া থেকে ঢাকাগামী বলাকা কমিউটার ট্রেনের এসএলআর (মালবাহী-যাত্রীবাহী) বগি লাইনচ্যুত হয়। এতে ময়মসিংহের সাথে ভৈরব-নেত্রকোনা-জারিয়ার যোগাযোগ বন্ধ হয়ে যায়। পরে রিলিফ ট্রেন ঘটনাস্থলে গিয়ে আড়াই ঘন্টার চেষ্টায় রেল যোগাযোগ সচল হয়।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: