সরকার প্রতিটি গ্রামকে শহরে পরিণত করছে: সুজন

ছবি - সংগৃহীত
রেলপথমন্ত্রী মো. নুরুল ইসলাম সুজন বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে বর্তমান সরকার দেশের সর্বত্র সুষম উন্নয়ন নিশ্চিত করতে প্রতিটি গ্রামকে শহরে পরিণত করছে। তিনি বলেন, সরকার দরিদ্র গ্রামবাসীদের সামাজিক নিরাপত্তা বেষ্টনির আওতায় এনেছে, কারণ তাদের জীবনযাত্রার পরিবর্তনের জন্য অন্যান্য বিভিন্ন সুযোগ-সুবিধা প্রদান করেছে।
তিনি আরও বলেন, দেশে শতভাগ বিদ্যুত নিশ্চিত করা হয়েছে এবং একই সাথে সরকার গ্রামবাসীদের মাঝে নিরাপদ পানি সরবরাহের পরিকল্পনা নিয়েছে। সারাদেশে নিরাপদ পানি সরবরাহ প্রকল্পের আওতায় গতকাল শুক্রবার জেলার বোদা উপজেলার ময়দানদীঘিতে গ্রামীণ পানি সরবরাহ প্রকল্পের নির্মাণ কাজের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
সুজন বলেন, শেখ হাসিনার সরকারের অধীনে গত ১৪ বছরে দেশে কোনো খাবারের অভাব না থাকায় এখন গ্রামের মানুষ সুখে-শান্তিতে বসবাস করছে। তিনি বলেন, সরকার ৫০ লাখ পরিবারের মধ্যে ১৫ টাকা কেজি দরে চাল বিক্রি করায় প্রায় ১ কোটি মানুষ কার্ডের মাধ্যমে টিসিবি পণ্য সেবা পাচ্ছেন।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে জনস্বাস্থ্য অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী সায়হান আলী, বোদা উপজেলা চেয়ারম্যান ফারুক আলম টবি, বোদা পৌর মেয়র ওহাহিদুজ্জামান সুজা, ইউপি চেয়ারম্যান আব্দুল জব্বার প্রমুখ বক্তব্য রাখেন। জনস্বাস্থ্য বিভাগ পাইপ লাইনের মাধ্যমে এই নিরাপদ পানি সরবরাহ প্রকল্প বাস্তবায়ন করেছে। স্থানীয় সরকার মন্ত্রণালয় এই প্রকল্পের কাজ বাস্তবায়নের জন্য ২ কোটি ৫০ লাখ টাকা দিয়েছে। প্রকল্পের কাজ শেষ হলে অন্তত ৬ শতাধিক পরিবার নিরাপদ খাবার পানি পাবে। সুত্র – বাসস
আশরাফুল/সাএ
বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬৭৮৬৭৭১৯১
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬৭৮৬৭৭১৯০
মার্কেটিং ও সেলসঃ ০৯৬১১১২০৬১২
ইমেইলঃ [email protected]

পাঠকের মন্তব্য: