এসএসসি পরীক্ষা ভালো না হওয়ায় অভিমানে আত্নহত্যা

প্রকাশিত: ১৯ সেপ্টেম্বর ২০২২, ০১:৫১ পিএম

জামালপুরের বকশীগঞ্জে পরীক্ষা ভালো না হওয়ায় সারজিনা (১৬) নামে এক এসএসসি পরীক্ষার্থী গলায় ফাসঁ দিয়ে আত্মহত্যা করেছে। রোববার (১৮ সেপ্টেম্বর) রাত ৮ টার দিকে নিজ বসত ঘরে ফ‌্যা‌নের সা‌থে গলায় ফাসঁ দিয়ে আত্মহত্যা করে সে। নিহত সারজিনা পৌর শহরের চ‌ড়িয়াপাড়া কামারপট্টি এলাকার রিক্সা চালক শমসের আলীর মেয়ে।

জানা যায়,পৌর শহরের চরকাউরিয়া চ‌ড়িয়াপাড়া কামারপট্টি এলাকার শম‌সের আলীর মেয়ে ও সানরাইজ এডুকেয়ার একাডেমীর শিক্ষার্থী সারজিনা আক্তার(১৬) চলতি এসএসসি পরীক্ষায় অংশ নেয়। পরীক্ষা ভালো না হওয়ায় রোববার রাত ৮ টার দি‌কে নিজের রুমের দরজা বন্ধ করে সিলিং ফ্যানের সাথে ওড়না পেচিঁয়ে গলায় ফাঁস দেয় সে। অনেক্ষন সাড়া শব্দ না পেয়ে দরজা ভেঙ্গে ভিতরে গিয়ে তাকে ঝুলন্ত অবস্থায় দেখে পরিবারের লোকজন। বকশীগঞ্জ পৌরসভার কাউন্সিলর হাসিবুর রহমান বাবুল বিষয়টি নিশ্চিত করেছেন।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: