গণফোরাম থেকে ড. কামাল হোসেনকে অব্যাহতি

প্রকাশিত: ২০ সেপ্টেম্বর ২০২২, ০৩:২৮ পিএম

গণফোরামের উপদেষ্টা পদ থেকে ড. কামাল হোসেনকে অব্যাহতি দিয়েছে দলটির কেন্দ্রীয় কমিটি। একই সঙ্গে মো. মিজানুর রহমানকে সভাপতি পরিষদের সদস্য পদসহ দলের সাধারণ সদস্য পদ থেকে বহিষ্কার করেছেন মোস্তফা মন্টুর নেতৃত্বাধীন গণফোরাম। মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়।

মোস্তফা মহসিন মন্টু বলেন, ড. কামাল হোসেন গত ১৭ সেপ্টেম্বর নিজেকে দলের সভাপতি ও মিজানুর রহমানকে সাধারণ সম্পাদক ঘোষণা করেন যা সাধারণ মানুষের আশা আকাঙ্ক্ষা ও দলের গঠনতত্ত্ব পরিপন্থী ও অগণতান্ত্রিক। এ কারণে গতকাল ১৯ সেপ্টেম্বর দলের কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্তে তাদের কে দল থেকে অব্যাহতির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে দলটির নির্বাহী সভাপতি অ্যাডভোকেট জগলুল হায়দার আফ্রিক বলেন, গত ১৭ সেপ্টেম্বরর জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের মাধ্যমে ড. কামাল হোসেন ও মো. মিজানুর রহমান ঘোষিত কমিটি সম্পূর্ণ গঠনতন্ত্র পরিপন্থী ও অগণতান্ত্রিক। এর আগে গণফোরামের কাউন্সিলকে ঘিরে দলটির বিবদমান দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: