আশুলিয়ায় অর্ধকোটি টাকার হেরোইনসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার

সাভারের আশুলিয়ায় অভিযান চালিয়ে ৪৭ লাখ টাকা মূল্যের হেরোইন জব্দসহ ৪ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয় র্যাব-৪। মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যা সোয়া ৬ টার দিকে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন র্যাব-৪, সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার রাকিব মাহমুদ খান। এর আগে গতকাল সোমবার (১৯ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে আশুলিয়া থানাধীন ঢাকা-আরিচা মহাসড়কের উপর থেকে তাদেরকে আটক ও মাদক জব্দ করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- রাজশাহী জেলার বাসিন্দা মোঃ রাজেস শাহ (৪৪), মোঃ সেলিম রেজা (৪২) ও মোঃ হানিফ (২৮) এবং গাজীপুর জেলার বাসিন্দা মোছাঃ সাহিদা (৪০)।
র্যাব জানায়, সোমবার বেলা সাড়ে ১১টার দিকে র্যাব-৪ এর একটি চৌকস আভিযানিক দল আশুলিয়া থানাধীন ঢাকা-আরিচা মহাসড়কের উপর অভিযান পরিচালনা করে ৪৭ লাখ টাকা মূল্যের ৪৭৭ গ্রাম হেরোইন সহ ৪ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। এ সময় নগদ ২৭ হাজার টাকা সহ মাদক পরিবহনে ব্যবহৃত ১ টি প্রাইভেট কার ও ৫ টি মোবাইল জব্দ করা হয়।
গ্রেফতারকৃতরা পরস্পর যোগসাজোশে দীর্ঘদিন যাবৎ দেশের সীমান্তবর্তী এলাকা হতে অবৈধ মাদকদ্রব্য হেরোইন সংগ্রহ করে আশুলিয়াসহ রাজধানীর নিকটবর্তী বিভিন্ন এলাকার ডিলার ও খুচরা মাদক বিক্রেতাদের নিকট বিক্রয় করে আসছিলো। র্যাব-৪, সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার রাকিব মাহমুদ খান জানান, গ্রেফতারকৃত আসামীদেরকে আশুলিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
সালাউদ্দিন/সাএ
বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬৭৮৬৭৭১৯১
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬৭৮৬৭৭১৯০
মার্কেটিং ও সেলসঃ ০৯৬১১১২০৬১২
ইমেইলঃ [email protected]

পাঠকের মন্তব্য: