কাল যেভাবে বরণ করে নেওয়া হবে সাবিনাদের

অনেক বঞ্চনা, অবহেলা আর টিপ্পনীকে পাশ কাটিয়ে সাফ চ্যাম্পিয়ন হয়েছে বাংলার বাঘিনীরা। ফাইনালে নেপালকে ৩-১ ব্যবধানে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে নারী ফুটবল দল। আর দেশের জন্য তাদের এই অর্জনে ফুটবল ফেডারেশন ও মন্ত্রণালয় থেকে দলের সকল নারী ফুটবল দলকে বিপুল সংবর্ধনার ব্যবস্থা করা হয়েছে।
আগামীকাল (২১ সেপ্টেম্বর) বুধবার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা নিয়েদেশে ফিরবে সাবিনা-তহুরা-কৃষ্ণারা। বাংলাদেশ সময় দুপুর ১টা ৫০ মিনিটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামবে বাঘিনীরা। তার তাদের বরণ করে নিতে ব্যাপক আয়োজন করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। ইতোমধ্যে ছাদখোলা বাসেরও ব্যবস্থা করেছে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রণালয়। এ ছাড়াও সেখানে স্টিকার, সাউন্ড সিস্টেমের ব্যবস্থা থাকবে উদযাপনের জন্য।
প্রথমেই বিমানবন্দরে নামার পর ফুটবলারদের মিষ্টিমুখ করানো হবে বাফুফের পক্ষ থেকে। এরপর ফুলেল শুভেচ্ছা জানিয়ে আনন্দ উদযাপনে বাসে চাপবে ফুটবলাররা।এই বিষয়ে বাফুফের সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ গণমাধ্যমে বলেন, বিমানবন্দরে আমরা খেলোয়াড়দের মিষ্টিমুখ করাব। সেখানে কিছু সময় থাকার পর ফুটবলাররা ছাদখোলা বাসে উঠবে। বাসে চ্যাম্পিয়নদের ছবি দিয়ে ব্র্যান্ডিং হবে। বাস যখন চলবে, তখন একটি গানও বাজবে। যুব ও ক্রীড়া মন্ত্রণালয় একটি থিম সং তৈরি করছে।
ইতিমধ্যে বাসের প্রাথমিক রুট ঠিক হয়েছে- বিমানবন্দর থেকে কাকলী, জাহাঙ্গীর গেট, পিএম অফিস, তেজগাঁও, মৌচাক, কাকরাইল হয়ে বাফুফে ভবন। বাফুফে ভবনে আরেক দফা বরণ করা হবে সাবিনাদের। সভাপতি কাজী সালাউদ্দিনসহ ফেডারেশনের অনেকে সাবিনাদের সঙ্গে বাফুফেতে সময় কাটাবেন। আগামীকাল এই পর্যন্ত বাফুফের পরিকল্পনা- ‘আমরা এভাবেই পরিকল্পনা সাজিয়েছি। আগামীকালের পর যদি কোনো সংবর্ধনা বা অনুষ্ঠান হয় সেটি নির্বাহী কমিটির সিদ্ধান্ত নিয়ে হবে’- বলেন সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ।
রেজানুল/সা.এ
বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬৭৮৬৭৭১৯১
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬৭৮৬৭৭১৯০
মার্কেটিং ও সেলসঃ ০৯৬১১১২০৬১২
ইমেইলঃ [email protected]

পাঠকের মন্তব্য: