আড়াইহাজারে দেশীয় অস্ত্র ও ককটেলসহ ডাকাত চক্রের ৯ সদস্য গ্রেফতার

মোঃ জাকির হোসেন, আড়াইহাজার (নারায়ণগঞ্জ) থেকে: নারায়ণগঞ্জের আড়াইহাজার থেকে দেশীয় অস্ত্র ও ককটেলসহ আন্তজেলা ডাকাত চক্র কাশেম বাহিনীর ৯ সদস্যকে গ্রেফতার করেছে র্যাব-১১। বুধবার (২১ সেপ্টেম্বর) দুপুরে র্যাব-১১’র উপ-অধিনায়ক মেজর সানরিয়া চৌধুরী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) গভীর রাতে উপজেলার সরাবদী এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
এসময় তাদের নিকট থেকে ৭ টি ককটেল, ৩ টি ছোরা, ১ টি কাটার, ২ টি ক্রোবার, ৫ টি টেটা, ১৩ টি টর্চ লাইট, ১ টি রুপার চেইন, ২৪ হাজার ৯০০ টাকা ও ৯ টি মোবাইল উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, নারায়ণগঞ্জের আড়াইহাজারের গোপালদী এলাকার মৃত আবু তালেবের ছেলে আবুল কাশেম (৩৩), ব্রাহ্মনবাড়িয়ার বাঞ্ছারামপুরের তেজখালী এলাকার মৃত নীল মিয়ার ছেলে মোঃ বাবু (২৬), আডাইহাজারের কাজীপাড়া এলাকার আব্দুল হামিদের ছেলে মোঃ ওমর ফারুক (২৭), গোপালদি দাইরাদী এলাকার মৃত মোস্তফার ছেলে মোঃ লিটন (২৪), মারুয়াাদী এলাকার নূর মোহাম্মদের ছেলে মোঃ সবুজ (২৮), নরসিংদীর মাধবদীর চকড়িয়ার মোঃ দেলোযার হোসেন (২৮), আডাইহাজারের জোকার দিযা এলাকার মোঃ আলম ভূঁইয়রা ছেলে রুমন ভূইয়া (২৫),গোপালদী এলাকার মোঃ আলমের ছেলে মোঃ আশরাফুল (১৯) ও কলাগাছিয়াা এলাকার আব্দুল করিম মিয়ার ছেলে মোঃ জুয়েল রানা (২২)।
র্যাব জানায়, গত ১৯ সেপ্টেম্বর গভীর রাতে ১২ জনের একটি সশস্ত্র ডাকাত দল হাইজাদী ইউনিয়নের সরাবদী আতাদী চকের বাড়ি ও উদয়দী গ্রামের ৮টি বাড়িতে ডাকাতির ঘটনা ঘটায়। এ ঘটনায় ডাকাতদের মারপিটে ৫ জন আহত হয়। ডাকাতদল স্বর্ণালংকার, নগদ টাকা এবং অন্যান্য মালামাল নিয়ে যায়।
এতে ধারণা করা যায়, একটি বড় সংঘবদ্ধ ডাকাত দল অত্র এলাকাসমূহতে পরিকল্পিতভাবে ডাকাতি করে আসছে। ডাকাতদের বয়স, ডাকাতির কাজে ব্যবহৃত অস্ত্রের ধরন এবং লুণ্ঠিত দ্রব্যাদি সম্পর্কে তথ্য সংগ্রহ করে র্যাবের একটি চৌকস গোয়েন্দা দল গোপনে ডাকাত প্রবণ এলাকায় কিছু সক্রিয় ডাকাত সদস্যকে সনাক্ত করে তাদের গতিবিধি লক্ষ্য করে এবং একইসাথে তথ্য-প্রযুক্তির সহায়তা নেয়। গ্রেফতারকৃত ডাকাতদলের সদস্যদের স্বীকারোক্তিতে জানা যায় যে, তারা গত ১৯ সেপ্টেম্বর হাইজানী ইউনিয়নের সরাবদী আতাদী চকের বাড়ি ও উদয়দী গ্রামের ৮টি বাড়িতে ডাকাতির ঘটনার সাথে জড়িত ছিল।
র্যাব আরো জানায়, গ্রেফতারকৃত ডাকাত মোঃ আবুল কাশেম এর বিরুদ্ধে ১০টি মামলা, মোঃ বাবু এর বিরুদ্ধে ৬টি মামলা, মোঃ ওমর ফারুক এর বিরুদ্ধে ১টি মামলা, মোঃ সবুজ এর বিরুদ্ধে ইতিপূর্বে ১টি মামলা রয়েছে।
গ্রেফতারকৃতরাা সংঘবদ্ধ ডাকাত চক্রের সক্রিয় সদস্য বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছেন। এই সংঘবদ্ধ ডাকাত চক্রটি এর আগেও পরস্পর যোগসাজশে পূর্ব-পরিকল্পনামাফিক দীর্ঘদিন যাবৎ আড়াইহাজার থানার বিভিন্ন এলাকায় আর্থিকভাবে সচ্ছল পরিবারগুলোকে টার্গেট করে পরিকল্পিতভাবে ডাকাতি করে আসছিল।
তাদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিযাধীন রয়েছে।
শাকিল/সাএ
বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]ve.com
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬৭৮৬৭৭১৯১
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬৭৮৬৭৭১৯০
মার্কেটিং ও সেলসঃ ০৯৬১১১২০৬১২
ইমেইলঃ [email protected]

পাঠকের মন্তব্য: