প্রচ্ছদ / জেলার খবর / বিস্তারিত

মোঃ এস হোসেন আকাশ

কিশোরগঞ্জ প্রতিনিধি

অর্ধশতাধিক শিক্ষার্থীকে বৃত্তি দিলো এরশাদ উদ্দিন মানবকল্যাণ ফাউন্ডেশন

   
প্রকাশিত: ৬:৩২ অপরাহ্ণ, ২১ সেপ্টেম্বর ২০২২

ছবি - প্রতিনিধি

কিশোরগঞ্জের করিমগঞ্জে এরশাদ উদ্দিন মানবকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে ৫০ জন শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি প্রদান করা হয়েছে। বুধবার (২১ সেপ্টেম্বর) সকালে কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ উপজেলার নিয়ামতপুর ইউনিয়নের রৌহাগ্রামে অবস্থিত আলহাজ্ব এরশাদ উদ্দিন নিম্ন মাধ্যমিক বালিকা বিদ্যালয় মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে শিক্ষাবৃত্তি হিসেবে প্রত্যেককে নগদ একহাজার টাকা প্রদান করা হয়।

করিমগঞ্জ পৌর মডেল কলেজের প্রশাসক মাহফুজুর রহমান পল্টুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষাবৃত্তি প্রদান করেন করিমগঞ্জ পৌর মডেল কলেজ ও আলহাজ্ব এরশাদ উদ্দিন নিম্ন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি ও এরশাদ উদ্দিন মানবকল্যাণ ফাউন্ডেশনের চেয়ারম্যান শিল্পপতি আলহাজ্ব এরশাদ উদ্দিন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিয়ামতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হেলিম, আলহাজ্ব এরশাদ উদ্দিন নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সনজিৎ কুমার বর্মণ, ইংরেজি শিক্ষক আতে এলাহি, সমাজ সেবক আফতাব উদ্দিন ভূঁইয়া প্রমুখ। অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরাসহ সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

আশরাফুল/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: