ভূরুঙ্গামারীতে ৬৪০ পিস ইয়ারাসহ এক মাদক কারবারি আটক

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ইয়াবাসহ এক মাদক কারবারি আটক করেছে কুড়িগ্রাম জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। বুধবার সকালে কুড়িগ্রাম জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ভূরুঙ্গামারী উপজেলার পাইকেরছড়া ইউনিয়নের পাইকেরছড়া গ্রামে অভিযান পরিচালনা করে এনামুল হক (৩৫) নামের এক ব্যক্তিকে ৬৪০ পিস ইয়াবা ট্যাবলেট সহ গ্রেপ্তার করে। এনামুল হক ওই গ্রামের মৃত হবিবর রহমানের পুত্র।
উদ্ধার করা জিনিসের বাজার মূল্য প্রায় ১,৯২০০০/- (এক লক্ষ বিরানব্বই হাজার )টাকা হাজার টাকা। পরে কুড়িগ্রাম জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক জান্নাতুল ফিরদৌস বাদী হয়ে এনামুলের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ভূরুঙ্গামারী থানায় একটি মামলা দায়ের করেন। মামলা নাম্বার ২০ তারিখঃ ২১.০৯.২২।
কুড়িগ্রাম জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক আবু জাফর বলেন, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়েছে। মাদক বিরোধী অভিযান আরো জোরদার করা হবে।
ভূরুঙ্গামারী থানার ওসি আলমগীর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬৭৮৬৭৭১৯১
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬৭৮৬৭৭১৯০
মার্কেটিং ও সেলসঃ ০৯৬১১১২০৬১২
ইমেইলঃ [email protected]

পাঠকের মন্তব্য: