চাটমোহরে কৃষকের মাঝে সার-বীজ বিতরণ

প্রকাশিত: ২১ সেপ্টেম্বর ২০২২, ০৭:৩৯ পিএম

পাবনার চাটমোহর উপজেলা কৃষি সম্পসারণ অধিদপ্তরের আয়োজনে ১৭০ জন কৃষকের মাঝে সার ও বীজ বিতরণ করা হয়েছে। বুধবার (২১ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে উপজেলা পরিষদ চত্তরে উপস্থিত থেকে সার-বীজ বিতরণ উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ আব্দুল হামিদ মাস্টার।

এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ মমতাজ মহল, উপজেলা ভাইস চেয়ারম্যান ইসাহাক আলী মানিক, নারী ভাইস চেয়ারম্যান ফিরোজা পারভীন, উপজেলা কৃষি কর্মকর্তা এ এ মাসুম বিল্লাহ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা রোজাউল করিম, গুনাইগাছা ইউপি চেয়ারম্যান রজব আলী বাবলু, দৈনিক আমাদের বড়াল সম্পাদক হেলালুর রহমান জুয়েল প্রমূখ।

উপজেলা কৃষি কর্মকর্তা এ এ মাসুম বিল্লাহ জানান, উপজেলার ১৭০ জন কৃষকের মাঝে জনপ্রতি ৫ কেজি মাসকালাই বীজ, ৫ কেজি এমওপি সার, ১০ কেজি করে ডিএপি সার বিতরণ করা হয়েছে।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: