প্রচ্ছদ / জেলার খবর / বিস্তারিত

জাহাঙ্গীর আলম ভুঁইয়া

সুনামগঞ্জ প্রতিনিধি

শারদীয় দূর্গা পূজা উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত

   
প্রকাশিত: ৭:৪২ অপরাহ্ণ, ২১ সেপ্টেম্বর ২০২২

ছবি - প্রতিনিধি

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা পরিষদ বঙ্গবন্ধু অডিটোরিয়ামে সামাজিক সম্প্রীতি কমিটির সভা ও শারদীয় দূর্গা পূজা ২০২২ যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে উপজেলা বঙ্গবন্ধু ডিজিটাল কর্নারে সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা রায়হান কবিরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,উপজেলা পরিষদ চেয়ারম্যান করুনা সিন্ধু চৌধুরী বাবুল।

বিশেষ অতিথি হিসেবে উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান খালেদা বেগম, ওসি সৈয়দ ইফতেখার হোসেন,উপজেলা আ,লীগের সভাপতি আবুল হোসেন খাঁ,উপজেলা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জুনাব আলী, সাবেক চেয়ারম্যান বোরহান উদ্দিন, উপজেলা প্রেসক্লাব সভাপতি রমেন্দ্র নারায়ন বৈশাখ,যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম ভূঁইয়া প্রমুখ উপস্থিত ছিলেন।

তাহিরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান করুনা সিন্ধু চৌধুরী বাবুল বলেন,সকলের উপস্থিতিতে আশা করছি সর্বমহলের সহযোগিতায় শারদীয় দূর্গা পূজা উৎসাহিত উদ্বিপনায় মধ্য দিয়ে পালিত হবে। সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে এবং আইনশৃঙ্খলা বাহিনী সর্বাত্মক সহযোগিতা করবে।

আশরাফুল/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: