পাংশা থানায় ওপেন হাউস ডে অনুষ্ঠিত

প্রকাশিত: ২১ সেপ্টেম্বর ২০২২, ০৭:৪৪ পিএম

‘পুলিশই জনতা, জনতাই পুলিশ’ এ শ্লোগানকে সামনে রেখে রাজবাড়ীর পাংশা উপজেলার ০৯নং কলিমহর ইউনিয়ন পরিষদে ওপেন হাউস ডে বুধবার অনুষ্ঠিত হয়েছে। কলিমহর ইউনিয়নের চেয়ারম্যান মোছাঃ বিলকিছ বানু’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ জনাব মোহাম্মদ মাসুদুর রহমান।

এসময় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন পাংশা উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও মাছাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খোন্দকার সাইফুল ইসলাম বুড়ো, কলিমহর ইউনিয়ন পরিষদের ১১ নং বিট অফিসার এস আই মোঃ তারিকুল ইসলাম, কলিমহার ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল গফুর মাস্টার প্রমুখ। এসময় ইউনিয়ন আওয়ামীলীগের বিভিন্ন পর্যায়ের নেতা কর্মী ও ইউনিয়ন পরিষদের সদস্যগন উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাসুদুর রহমান বলেন কলিমহর ইউনিয়নে অবৈধ মাদক, ইভটিজিং, চুরি, ডাকাতি, ছিনতাই, চাঁদাবাজি রোধকল্পে এবং বাজারের গুরুত্বপূর্ন স্থানে জরুরী ভিত্তিতে সিসি ক্যামেরা স্থাপন এলাকার জনগনের সচেতনতা বৃদ্ধি, বাজারের নৈশ্য প্রহরীদের সতর্কতার সঙ্গে দায়িত্ব পালন এছাড়াও কোন স্বার্থান্বেষী মহল আগামী শারদীয় দূর্গা পূজাকে কেন্দ্র করে কোন প্রকার অপ্রীতিকর ঘটনা ঘটাতে না পারে সে সর্ম্পকে বিভিন্ন দিকনির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: