দূর্গাপূজা-২০২২ উপলক্ষে খাগড়াছড়ি জেলা পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত

প্রকাশিত: ২১ সেপ্টেম্বর ২০২২, ১১:২৮ পিএম

আসন্ন দুর্গাপূজা-২০২২ উপলক্ষে খাগড়াছড়ি জেলা পুলিশের আয়োজনে জেলার সকল পূজামন্ডপের কমিটির সাথে আইনশৃঙ্খলা সংক্রান্ত এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২১ সেপ্টেম্বর) বিকেল ৩টায় জেলা পুলিশ লাইনস এর ড্রিল শ্যাডে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

খাগড়াছড়ি জেলা পুলিশ সুপার মো. নাইমুল হক এর সভাপতিত্বে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি পৌর মেয়র পূজা উদযাপন পরিষদের সভাপতি নির্মলেন্দু চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার জিনিয়া চাকমা, পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক তরুণ কুমার ভট্টাচার্য, সহকারি পুলিশ সুপার মিজানুর রহমান, সহকারি পুলিশ সুপার মো. কামরুজ্জামান খাগড়াছড়ির শাহী জামে মসজিদের পেশ ইমাম মাওলানা মো. সালাউদ্দিন, দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি সুদর্শন দত্ত, সাংবাদিক ইউনিয়নের সভাপতি প্রদীপ চৌধুরী, বিভিন্ন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও খাগড়াছড়ি জেলার ৫৮ টি পূজামণ্ডপের কমিটির সদস্য বৃন্দ।

সভাপতির বক্তব্যে পুলিশ সুপার বলেন, 'আসন্ন দুর্গা পূজাকে ঘিরে জেলা পুলিশের বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। প্রতিটি মণ্ডপেই ইউনিফর্মধারী পুলিশের পাশাপাশি সাদা পোশাকের পুলিশও মোতায়েন করা হবে। পূজাকে ঘিরে কোন মহল যদি বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করে তবে তা শক্ত হাতে দমন করা হবে।'

এ সময় খাগড়াছড়ি পৌর মেয়র পূজা উদযাপন পরিষদের সভাপতি নির্মলেন্দু চৌধুরী, পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক তরুণ কুমার ভট্টাচার্য, খাগড়াছড়ির শাহী জামে মসজিদের পেশ ইমাম মাওলানা মো. সালাউদ্দিন, দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি সুদর্শন দত্ত, সাংবাদিক ইউনিয়নের সভাপতি প্রদীপ চৌধুরী প্রমুখ বক্তব্য রাখেন।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: