নেত্রকোনায় শারদীয় দুর্গোৎসব উদযাপনের লক্ষ্যে পুলিশের প্রস্তুতি সভা

প্রকাশিত: ২২ সেপ্টেম্বর ২০২২, ০১:৩৪ পিএম

আসন্ন শারদীয় দুর্গোৎসব সুষ্ঠু সুন্দর শান্তিপূর্ণ আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে নেত্রকোনা মডেল থানার উদ্যোগে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার সাড়ে ১১ টায় সদর উপজেলার মডেল থানার আয়োজনে সদরের সকল মন্ডপ কমিটির নেতৃবৃন্দদের নিয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

মডেল থানার ওসি খন্দকার শাকের আহমেদের সভাপতিত্বে প্রস্তুতিমূলক সভায় প্রধান অতিথি ছিলেন পুলিশ সুপার মো ফয়েজ আহমেদ।এছাড়াও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার সদর (সার্কেল) মোরশেদা খাতুন, প্যানেল মেয়র এস এম মহসীন আলম, জেলা পূজা উদযাপন পর্ষদের প্রধান উপদেষ্টা নির্মল কুমার দাস, সম্পাদক লিটন পন্ডিত।

আয়োজকরা জানান, জেলায় ৫২৬ টি পূজা মন্ডপের মধ্যে জেলা সদরে এবছর ১১৩ টি পূজা অনুষ্ঠিত হচ্ছে। সভায় ১২ টি ইউনিয়নের বিভিন্ন মন্ডপের নেতৃবৃন্দরা আগামীতে জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আসন্ন শারদীয় দুর্গোৎসবে কি কি সমস্যা আসতে পারে সেগুলো তুলে ধরেন।

এর প্রেক্ষিতে আইনশৃঙ্খলা কিভাবে শান্তিপূর্ণ থাকবে সে বিষয়ে আলোকপাত করেন।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: