৬ মাসের কারাদণ্ড থেকে বাঁচতে ৮ বছর পালিয়ে

ছবি: সংগৃহীত
ছয় মাসের কারাদণ্ড থেকে বাঁচতে ৮ বছর পলাতক থাকার পর চট্টগ্রাম নগরীর আকবর শাহ থানা পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছেন মো. জিয়া তৌহিদ। বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) ভোরে তথ্য প্রযুক্তির সহায়তায় আকবর শাহ্ থানার ফিরোজ শাহ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি মাদক মামলার দণ্ডপ্রাপ্ত আসমি ছিলেন। বিষয়টি নিশ্চিত করেছেন আকবর শাহ থানার অফিসার ইনচার্জ (ওসি) ওয়ালি উদ্দিন আকবর।
তিনি বলেন, গ্রেপ্তার জিয়া তৌহিদের বিরুদ্ধে ২০১৩ সালের ৯ সেপ্টেম্বর নোয়াখালী জেলার সুধারাম থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ১৯(১) এর ৯(ক) ধারায় মামলা দায়ের করা হয়। এরপর ২০১৫ সালের ১৪ জানুয়ারি আদালত তাকে ৬ মাসের সশ্রম কারাদণ্ড দেন। এছাড়া ৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ১ মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেন আদালত। তারপর থেকে পলাতক ছিলেন আসামি জিয়া। অবশেষে আজ ভোরে আকবর শাহ্ থানা পুলিশের একটি দল তথ্য প্রযুক্তির সহায়তায় নগরীর ফিরোজ শাহ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করেছে। তাকে আদালতে সোপর্দ করা হবে।
ওসি আরো বলেন, রায় ঘোষণার পর থেকে জিয়া বেশিরভাগ সময় ঢাকায় অবস্থান করেছেন। সেখানে চাকরিও করেছেন। চট্টগ্রামেও তার আসা যাওয়া ছিল।
ইমদাদ/সাএ
বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬৭৮৬৭৭১৯১
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬৭৮৬৭৭১৯০
মার্কেটিং ও সেলসঃ ০৯৬১১১২০৬১২
ইমেইলঃ [email protected]

পাঠকের মন্তব্য: