সখীপুরে তুলার কারখানায় আগুন

টাঙ্গাইলের সখীপুর পৌরসভার ৪নং ওয়ার্ডের সানবান্ধা উত্তর পাড়া এলাকায় একটি তুলা তৈরির কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) সকাল ১১ টায় এ অগ্নিকাণ্ড ঘটে। খবর পেয়ে উপজেলার ফায়ার সার্ভিসের একটি ইউনিট প্রায় ঘণ্টা খানেক চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
মালিক পক্ষের দাবি কয়েকদিন আগে তুলা বানানোর জন্য প্রায় ৫০ লাখ টাকার জুট কাপড় ক্রয় করেছেন। আগুনে মেশিনপত্রসহ প্রায় ৭০ লাখ টাকার মালামাল পুড়ে ছাই হয়ে গেছে বলে দাবি করেন। উপজেলা ফায়ার সার্ভিস স্টেশনের তথ্যমতে আগুনে পুড়ে ক্ষয়ক্ষতি পরিমাণ প্রায় ৮ লাখ টাকার মত হবে। কারখানার মালিকের ছেলে সাইফুল ইসলাম মুঠোফোনে বলেন, কারখানায় তুলা প্রক্রিয়াজাত করার সময় হঠাৎ দেখি মেশিনের সুইজের পাশে আগুন জ্বলছে। সেখান থেকে মুহূর্তের মধ্যেই আগুনের শিখা পুরো কারখানায় ছড়িয়ে পড়ে। পরে ফায়ার সার্ভিসের লোকজন এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
এদিকে তুলার কারখানায় এ অগ্নিকাণ্ডের খবর শুনে কারখানার মালিক মোঃ শহিদুল ইসলাম হার্ট অ্যাটাক করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসাধীন রয়েছে।
ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ বোরহান উদ্দিন বলেন, তুলার গোডাউন হওয়ার কারণে দ্রুত আগুন ছড়িয়ে পড়ে এবং আগুন নেভানোর পরও জ্বলে উঠে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে শর্ট-সার্কিট থেকেই আগুনের সূত্রপাত। এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।
সালাউদ্দিন/সাএ
বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬৭৮৬৭৭১৯১
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬৭৮৬৭৭১৯০
মার্কেটিং ও সেলসঃ ০৯৬১১১২০৬১২
ইমেইলঃ [email protected]

পাঠকের মন্তব্য: