কালীগঞ্জে র্যাবের অভিযানে ২ চাঁদাবাজ আটক

ঝিনাইদহ কালীগঞ্জে সড়কে বিভিন্ন যানবাহন থেকে চাঁদা আদায় কালে দু’জন কে র্যাব আটক করেছে। বুধবার রাত ৯ টার দিকে ঝিনাইদহের একটি আভিযানিক দল গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারে যে, দীর্ঘদিন হতেই একটি চাঁদাবাজ চক্রের সদস্যরা কালিগঞ্জ থানার শিবনগর গুলশান মোড় এলাকায় গনপরিবহন হতে শুরু করে প্রায় সকল ধরনের দুরপাল্লার যানবাহনে বিভিন্ন ভয়ভীতি দেখিয়ে আতঙ্ক সৃষ্টি করে যানবাহন থেকে ভূয়া নাম মাত্র রশিদ দিয়ে বিপুল পরিমান অর্থ সংগ্রহ করে আসছিল।
চাঁদাবাজির বিষয়টি নিশ্চিত ও প্রাপ্ত সংবাদের সত্যতা যাচাই করত আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য আভিযানিক দলটি রাত ৯ টার দিকে কালীগঞ্জ শহরের শিবনগর গুলশান মোড়ে বিশেষ অভিযান পরিচালনা করে ওই সংঘবদ্ধ সক্রিয় চাঁদাবাজ দলের সদস্য অহেদ আলী(৫৩), পিতা- মৃত ইউসুফ মন্ডল, বাবুল আক্তার (৪৮), পিতা-মৃত নুরুল ইসলাম কে আটক করে।
তাদের দু’জনের বাড়ি কালীগঞ্জ আড়পাড়া এলাকায়। তাদের নিকট থেকে চাঁদা আদায়ের রশিদ বহি ১টি, মোবাইল ২টি, সিমকার্ড ৪টি, টর্চলাইট-১টি, লাঠি-১টি এবং চাঁদাবাজির টাকা ১৩০০ উদ্ধার করা হয়। আসামীদ্বয়কে প্রাথমিক ভাবে জিজ্ঞাসাবাদে তারা ওই চাঁদাবাজির সাথে সম্পৃক্ততার কথা স্বীকার করে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে কালীগঞ্জ থানায় দ্রুত বিচার আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
সালাউদ্দিন/সাএ
বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য: