'বিএনপির কারো পদ্মা সেতু পার হওয়ার অধিকার নেই'

প্রকাশিত: ২৩ সেপ্টেম্বর ২০২২, ১২:১২ এএম

বিএনপি নেতাকর্মীদের তীব্র সমালোচনা করে সাবেক নৌমন্ত্রী শাজাহান খান বলেছেন, ‘বিএনপি নেত্রী পদ্মা সেতু নিয়ে বিভিন্ন উসকানিমূলক কথাবার্তা বলেছেন। পদ্মা সেতু পার হওয়ার কোনো অধিকার আপনাদের নেই। তাই আপনারা পদ্মা সেতুতে উঠবেন না। পদ্মার পাড়ে নৌকা রাখা হবে, সেই নৌকায় আপনাদের পার করে দেয়া হবে।’ বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর)  সন্ধ্যায় লালমনিরহাটের কালীগঞ্জ কেইউপি উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে শাজাহান খান এসব নির্দেশনা দেন।

এসময় প্রধান অতিথির বক্তব্যে তিনি আরো বলেন, ‘মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, খালেদা জিয়া নাকি মুক্তিযোদ্ধা। তিনি তখন কোথায় ছিলেন? তারেক জিয়াও নাকি শিশু মুক্তিযোদ্ধা? তারা উন্মাদ হয়ে গেছেন, ক্ষমতা হারিয়ে পাগল হয়ে গেছেন। এই পাগল দিয়ে রাষ্ট্র পরিচালিত হবে না। শেখ হাসিনাকে আবার রাষ্ট্রক্ষমতায় আনতে হবে।’

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শাজাহান খান আরও বলেন, ‘দলকে সুসংগঠিত করতে হবে। তৃণমূল নেতাদের মূল্যায়ন করতে হবে। তৃণমূলের নেতারাই আওয়ামী লীগের প্রাণ।’ সম্মেলন উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোতাহার হোসেন। অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শাখাওয়াত হোসেন শফিক, আওয়ামী লীগ নেতা হোসনে আরা লুৎফা ডালিয়া, সফুরা বেগম রুমী ও মতিয়ার রহমান।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: