প্রচ্ছদ / ক্যাম্পাস / বিস্তারিত

মাঝ আকাশে ঘুম থেকে তুলে আফিফের জন্মদিন পালন

   
প্রকাশিত: ৩:১১ অপরাহ্ণ, ২৩ সেপ্টেম্বর ২০২২

নিউজিল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ ও অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি নিতে গতকাল বৃহস্পতিবার আরব আমিরাতে গেছে বাংলাদেশ দল। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিকাল সাড়ে পাঁচটার ফ্লাইটে ঢাকা ছেড়েছিল টাইগাররা। এই দিনটি আবার জাতীয় দলের তরুণ ব্যাটিং অলরাউন্ডার আফিফ হোসেন ধ্রুবর জন্য বিশেষ একটি দিন। ২৩ বছরে পা রাখলেন আফিফ। দল ট্যুরে যাচ্ছে বলে কি জন্মদিন উদযাপন হবে না? তাকে চমকে দিয়ে বিমানেই আফিফের বিশেষ এই দিনটি উদযাপন করেন তাসকিন আহমেদসহ তার সতীর্থরা।

তাসকিন ব্যক্তিগত ফেসবুক পেজে একটি ভিডিও শেয়ার করেন। সেখানেই দেখা যায় মাঝআকাশে জন্মদিনের কেক কেটেছেন আফিফ।

ভিডিওর শুরুতে দেখা যায়, বিমানে কাঁথা দিয়ে মুখ ঢেকে ঘুমাচ্ছেন আফিফ। এরপর হঠাৎ তাসকিন এসে তাকে টেনে তোলেন। লিটন দাস, ইয়াসির রাব্বি, নাসুম আহমেদরাও এসে যোগ দেন তাসকিনের সঙ্গে। সঙ্গে সঙ্গে চলে আসে কেক। সবাইকে সঙ্গে নিয়ে আফিফ কেকটা কেটে তার জন্মদিন পালন করেন। এর আগে বিমানবন্দরে বসেই মুস্তাফিজুর রহমান তার জাতীয় দল সতীর্থ আফিফকে জানিয়েছিলেন জন্মদিনের শুভেচ্ছা।

নাঈম/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: